/indian-express-bangla/media/media_files/2025/05/11/eUyDyo6HzjmvH2soU1od.jpg)
Mohun Bagan retains Petratos: গত তিন মরশুম ধরে সবুজ-মেরুন জনতার নয়নের মণি দিমি পেত্রাতোস
Mohun Bagan Super Giant: বাগানে বইছে বসন্তের হাওয়া। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জয়ের পাশাপাশি ISL ট্রফিও জিতেছে। আর এই দ্বিমুকুট জয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দলের মিডফিল্ড জেনারেল দীপক টাংরির। ২০২৫ কলিঙ্গ সুপার কাপে সবুজ-মেরুন ব্রিগেডকে নেতৃত্বও দিয়েছেন দীপক। আর এবার মোহনবাগানকে নিয়ে তিনি এমন একটি মন্তব্য করেছেন, যা শুনে মেরিনার্সদের হৃদয় কার্যত গদগদ হয়ে যাবে।
কয়েকদিন আগে রে স্পোর্টস বাংলাকে একটি ইন্টারভিউ দিয়েছেন দীপক টাংরি। কথা বলতে গিয়ে দীপকের মুখে সবুজ-মেরুন সমর্থকদের জন্য প্রশংসা একেবারে ঝরে পড়ল। বললেন, 'মোহনবাগান সমর্থকরা প্রতি বছরই কোনও না কোনও নতুন রেকর্ড কায়েম করে। সেটা পোস্টার হোক কিংবা স্টেডিয়ামে উপস্থিতির সংখ্যা। ওঁদের কাছে ব্যক্তিস্বত্ত্বার তুলনায় ক্লাবের সম্মান অনেকটাই উপরে থাকে। আর সেকারণেই ক্লাবকে মা বলে সম্বোধন করেন। ওঁরা এই ক্লাবের জন্যই কাঁদে, হাসে, জয় উদযাপন করে। ম্যাচের দিন গোটা শহরের রাস্তা মোহনবাগান পতাকায় ঢেকে যায়।'
Mohun Bagan News in Bengali: এই স্প্যানিশ ফুটবলারকে সই করাচ্ছে মোহনবাগান? জল্পনা আপাতত তুঙ্গে
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান ফুটবল অ্যাকাডেমি থেকেই যাত্রা শুরু করেছিলেন দীপক টাংরি। তারপর ইন্ডিয়ান অ্যারোজ এবং চেন্নাইন এফসি ঘুরে আবারও মোহনবাগান সুপার জায়ান্টে কামব্যাক করেছেন। দীপক বললেন, 'প্রথমদিকে মোহনবাগান সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। এই ক্লাবের গুরুত্ব যে এতটাও বেশি, সেটা জানতাম না। জানতাম না যে এশিয়ার অন্যতম সেরা ক্লাব এটা। ওই সময় আই-লিগ দেখতাম। পুনেতে খেলতাম তখন। তারপর ধীরে ধীরে জানতে পারলাম যে আই-লিগে মোহনবাগানের গুরুত্ব ঠিক কতখানি।'
/indian-express-bangla/media/media_files/2025/06/03/gWQSyHwpP6dgmwwNy3pI.jpg)
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মোহনবাগানের হয়ে খেলা, প্রত্যেক ভারতীয় ফুটবলারের কাছেই একটা স্বপ্ন। কারণ এখানকার খেলার পরিবেশ অনেক ভাল। মোহনবাগান একটা অনেক বড় ক্লাব। এখানে খেললে একটা আলাদা মোটিভেশন পাওয়া যায়। মোহনবাগানের জার্সি গায়ে চড়ালেই একটা আলাদা অনুভূতি আসে। বাইরে কোথাও খেতে গেলে সমর্থকরা একেবারে ছেঁকে ধরে। প্রত্যেকের মুখে প্রশংসা শুনতে পাওয়া যায়। এটা আমাকে একটা আলাদা মোটিভেশন দেয়। আমাদের জয়ের থেকেও ওদের খুশিটাই বেশি গুরুত্বপূর্ণ।'
Mohun Bagan Election: মোহনবাগানে ভোট দিতে পারবেন না 'ঘরের ছেলে'? মন খারাপ সুব্রত ভট্টাচার্যর
শেষকালে মোহনবাগানের বিদেশি ফুটবলারদের নিয়েও মুখ খুললেন দীপক টাংরি। বললেন, 'ওদের সঙ্গে যথেষ্ট ভাল বন্ধুত্ব রয়েছে। সবথেকে বড় কথা, ওরা প্রত্যেকেই খুব ভাল মনের মানুষ। সবাই আমাদের মোটিভেট করে। ফুটবলের ব্যাপারে যাবতীয় অভিজ্ঞতা শেয়ার করে। আমরাও ভারতীয় ফুটবল সম্পর্কে ওদের সম্যক ধারণা দিই। ফলে আমাদের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে। কোনও লড়াই কিংবা বিদ্বেষ নেই। হাসি-ঠাট্টার মধ্যেই আমরা সময় কাটিয়ে দিই।'