বাংলাদেশ সেনাকে প্ৰথম ম্যাচে লজ্জাজনকভাবে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে পাঞ্জাব এফসির বিপক্ষে আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় সবুজ মেরুন শিবির। ডুরান্ড এবং কলকাতা লিগ সমান্তরাল ভাবে চলছে। এমন অবস্থায় আইএসএল-এ নামার আগে জোড়া টুর্নামেন্টে দলের তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ থাকছে কোচ হুয়ান ফেরান্দোর কাছে।
এইজন্যই দলের যুব শক্তি পরখ করে নেওয়ার জন্য স্প্যানিশ কোচকে দেখা যাবে সোমবার সহকারী কোচ বাস্তব রায়ের সঙ্গে। দলের যুব ফুটবলাররা টানা খেলে চলেছেন। ক্লান্তি কাটাতে এবং চোট আঘাত থেকে বাঁচাতে এমন অবস্থায় দলে কিছু ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে ফেরান্দোর। সিনিয়র দলের বেশ কয়েকজন তারকাকে মেপে নিতে চান ডুরান্ডে। সেই কারণে পাঞ্জাব ম্যাচে বেশ কয়েকজন সিনিয়র দলের তারকাকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ট্যাগ করে বড় বার্তা স্টিম্যাচের! নড়ে গেল দেশের ফুটবল
সিনিয়র দলের প্রাক মরশুম অনুশীলন শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। তাঁদের যাচাই করে নেওয়ার জন্যই এবার ডুরান্ডের মঞ্চ বেছে নিতে চলেছেন স্প্যানিশ বস। বাগানকে এখন টানা ম্যাচ খেলতে হবে। আইএসএল শুরুর আগে রক্তচাপ বাড়ানো ডুরান্ডের ডার্বি যেমন রয়েছে, তেমন এএফসি কাপের ম্যাচ রয়েছে। দশ বারো দিন অনুশীলনের পর কোন কোন ফুটবলাররা ম্যাচ ফিট তা ঠিক করে পাঞ্জাব ম্যাচের দল সাজানো হবে। রবিবার ক্লোজড ডোর অনুশীলন হয়। সোমবার ম্যাচের আগে দলগঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সবুজ মেরুন শিবির।
গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে হুয়ান ফেরান্দো বলে দিলেন, "পাঞ্জাব আইএসএলের ক্লাব। আইলিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএল খেলবে ওঁরা। ওঁদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। গতবার ওঁদের বেশ কিছু ম্যাচ দেখেছি। এবার ওঁরা অনেকটাই অচেনা। নিশ্চয় আরও শক্তিশালী হয়েছে। ওঁদের বিরুদ্ধে ভালোভাবেই দল সাজাতে হবে। পাশাপাশি দশদিন পর এএফসি কাপের ম্যাচ খেলতে হবে যুবভারতীতে। যে টুর্নামেন্ট আইএসএল-এর মতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।"
"দলের যুব ফুটবলাররা যথেষ্ট ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলে এখনও অপরাজিত। বাস্তব দলকে ভালভাবে তৈরি করেছেন। সেই কৃতিত্ব ওঁকে দিতেই হবে। যুব দলের বেশ কিছু ম্যাচ দেখেছি। বেশ কয়েকজন ফুটবলার আমার নজর কেড়েছে। ওঁদের সঙ্গেই বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে মিলিয়ে দল সাজাব।"
"বৃষ্টি হচ্ছে। কিশোর ভারতীতে বহুদিন খেলিনি আমরা। স্টেডিয়ামে কেমন নামার পরেই বুঝতে পারব। সামনেই ডার্বি। তারপরে এএফসি কাপ। কোনও ঝুঁকি নেব না আমরা।"