/indian-express-bangla/media/media_files/2025/04/07/uNx6h2ZtxFO7GctTcuOK.jpg)
দলকে উৎসাহ দিতে প্রস্তুত মোহনবাগান সমর্থকরা
Mohun Bagan Footballer Transfer News: মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য খারাপ খবর। দলবদলের বাজারে বড় চমক দিতে চলেছে পাঞ্জাব এফসি (Punjab FC)। মোহনবাগানের (Mohun Bagan Super Giants) ঘর ভেঙে তারকা ফুটবলারকে সই করাতে চলেছে পাঞ্জাব। ময়দানের সূত্রের খবর, সবুজ-মেরুন তারকার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা পাঞ্জাবের। আসন্ন আইএসএল মরশুমে মোহনবাগান ছেড়ে পাঞ্জাবের পথে এই তারকা।
মোহনবাগান ছাড়তে পারেন ধীরজ সিং
মোহনবাগানের তরুণ গোলকিপার ধীরাজ সিংকে (Dheeraj Singh) সই করাতে চলেছে পাঞ্জাব এফসি। সব ঠিক থাকলে সামনের মরশুমে পাঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে ধীরাজকে। এবারের আইএসএল মরশুমে মোহনবাগানের হয়ে মাত্র একটিই ম্যাচ খেলেছেন ধীরাজ। কোচ হোসে মলিনার ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন বিশাল কাইথ। স্বাভাবিক ভাবেই ধীরাজ সুযোগই পাননি। কলিঙ্গ সুপার কাপে একঝাঁক তরুণ ফুটবলারকে খেলিয়েছিল মোহনবাগান। অধিকাংশই ছিলেন রিজার্ভ বেঞ্চের ফুটবলার। গোলপোস্টের নিচে খেলেছিলেন ধীরাজ।
আরও পড়ুন মোহনবাগানের চুক্তি প্রত্যাখ্যান করলেন এই তারকা ফুটবলার! মাথায় হাত মেরিনার্সদের
সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারালেও সেমিফাইনালে এফসি গোয়ার কাছে হেরে যায় বাগান। সেই ম্যাচে ধীরাজের দুটো মারাত্মক ভুলে গোল খায় মোহনবাগান। সেই ম্যাচের পর চরম আক্রমণের মুখে পড়েন ধীরাজ। বহু সবুজ-মেরুন সমর্থক ধীরাজের ভুল দেখে ক্ষুব্ধ হন। ক্লাব ম্যানেজমেন্টও তাঁর খেলায় খুব একটা খুশি হননি বলে সূত্রের খবর। গত মরশুমে ধীরাজকে দলে নিয়ে চমক দিয়েছিল মোহনবাগান। কিন্তু পুরো মরশুমে মাত্র ৩টি ম্যাচেই খেলেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/04/30/harGmR5LbmYsWjfZlCQB.jpg)
সুপার কাপের পরই মোহনবাগানে ধীরাজের ভবিষ্যৎ ঠিক হয়ে যায়। তাঁর পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। মে মাসেই মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ধীরাজের। ধীরাজের সঙ্গে চুক্তি বাড়ানোর কোনও পরিকল্পনা আপাতত নেই মোহনবাগানের। সেই সুযোগ কাজে লাগিয়েই আইএসএল-এর বেশ কিছু ক্লাব ধীরাজকে দলে নিয়ে আগ্রহ দেখায়। তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব এফসি-ও। সেই অর্থে বলাই যায়, মোহনবাগানের ঘর ভেঙে ধীরাজকে নিতে চলেছে পাঞ্জাব এফসি।
আরও পড়ুন সবুজ-মেরুন সমর্থকদের জন্য দুঃসংবাদ! ছিটকেই গেলেন মোহনবাগানের 'নয়ন মণি'
সূত্রের আরও খবর, ধীরাজকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কিছু বিদেশি ক্লাব। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। ভারতের হয়ে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলেছিলেন ধীরাজ। ভারতের যুব টিম খুব একটা আহামরি পারফর্ম না করলেও ধীরাজের খেলা নজর কেড়েছিল। গত মরশুমে ধীরাজকে দলে নিয়ে চমকে দিয়েছিল মোহনবাগান। তবে বছর ঘুরতেই পরিস্থিতি পাল্টেছে। এখন ধীরাজও অন্য ক্লাব খুঁজছেন। দেখা যাক, পাঞ্জাব এফসি তাঁকে দলে নিতে সফল হয়ে কি না।