/indian-express-bangla/media/media_files/2025/09/16/mohun-bagan-super-giant-vs-ahal-live-streaming-info-2025-09-16-16-31-08.jpg)
মোহনবাগান বনাম আহাল এফকে ম্যাচের লাইভ স্ট্রিমিং
Mohun Bagan Super Giant: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) টুর্নামেন্টে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে (Ahal FK)। লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
Mohun Bagan Super Giant: কীভাবে বধ করবেন আহাল এফকে-কে? বাগান জয়ের 'গুরুমন্ত্র' ফাঁস মলিনার
এই নিয়ে টানা দ্বিতীয় মরশুম কলকাতার এই স্বনামধন্য ফুটবল ক্লাব এশিয়ার সেকেন্ড-টিয়ার প্রতিযোগিতায় খেলতে নামছে। গত মরশুমে আইএসএল শিল্ড জেতার কারণেই মেরিনার্সরা এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে। ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ধামাকাদার পারফরম্য়ান্স করেছিল ২৪ ম্য়াচ থেকে তারা ৫৬ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় স্থানে ছিল এফসি গোয়া। আর সেকারণেই এই দুটো ক্লাব এসিএল টু খেলার সুযোগ পেয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে কোথায় এবং কখন আয়োজন করা হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে?
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) আয়োজন করা হবে। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সওয়া ৭টা থেকে শুরু হবে।
Mohun Bagan Super Giant: গুরু পাপে 'লঘু দণ্ড' মোহনবাগানকে? সামনে এল আসল সত্যিটা...
কীভাবে দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সমর্থকরা বাড়িতে বসে ফ্যানকোড (Fancode) অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচ দেখতে পাবেন। তবে এই ম্যাচটার জন্য আপনাদের একেবারে সামান্য খরচ করতে হবে। শুধুমাত্র এই ম্য়াচটার জন্য ৬৯ টাকার বিনিময়ে আপনি পাস সংগ্রহ করতে পারেন। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টের প্রতিটা ম্য়াচ দেখার জন্য আপনি ৯৯ টাকার বিনিময়ে পাস কিনতে পারেন। ভারতে আর অন্য কোনও প্ল্যাটফর্মে এই ম্য়াচ দেখা যাবে না।
তবে ম্য়াচ সংক্রান্ত যাবতীয় খবর এবং লেটেস্ট আপডেট আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ওয়েবসাইটে পেয়ে যাবেন।