/indian-express-bangla/media/media_files/2025/09/16/mohun-bagan-4-2025-09-16-19-03-14.jpg)
দেখে নিন কেমন হল মোহনবাগানের প্রথম একাদশ
Mohun Bagan Super Giant: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ বেজে ১৫ মিনিট থেকে শুরু হচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াই। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) অভিযানে নামছে কলকাতার স্বনামধন্য ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে তুর্কমেনিস্তানের আহাল এফকে (Ahal FK) ব্রিগেডকে তারা হারানোর আপ্রাণ চেষ্টা করবে। এই পরিস্থিতিতে দুটো দল ইতিমধ্যে নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। আসুন, সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ:
বিশাল কাইথ (গোলকিপার), টস অলড্রেড, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, অ্যালবার্তো রডরিগস, দীপক টাংরি, কিয়ান নাসিরি, অভিষেক টেকচাম সিং জেসন কামিংস, আশিস রাই আপুইয়া
📰 Your Mariners for today's #ACLTwo clash 🆚 Ahal FK 👊#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/YHonTakOsi
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 16, 2025
মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ:
অনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহো, শুভাশিস বসু, অভিষেক, জাহিদ, জেমি ম্য়াকলারেন, প্রিয়াংশ, দীপেন্দু বিশ্বাস, মেহতাব সিং সুহেল ভাট, রোশন।
Arrived at the VYBK 🏟 for the big clash 😍#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/6HlTvII5IR
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 16, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে হেরে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে আবারও তারা ঘরের মাঠে জয়ের সরণীতে ফিরতে চাইবে। প্রাক-মরশুমে অনুশীলনের জন্য কলকাতার এই ফুটবল দলটি প্রায় চার সপ্তাহ সময় পেয়েছে। দিন ছয়েক আগে তারা ACL 2 অভিযানে অংশগ্রহণকারী অপর ভারতীয় দল এফসি গোয়ার বিরুদ্ধে একটি অনুশীলন ম্য়াচ খেলেছিল। সেই ম্য়াচটি অবশ্য গোলশূন্য ড্র হয়। তবে, মোহনবাগানের সামনে গোল করার পর্যাপ্ত সময় ছিল। পাশাপাশি, সবুজ-মেরুন ফ্যানেদের সমর্থন মোহনবাগান সুপার জায়ান্টকে বাড়তি অক্সিজেন দেবে।
Mohun Bagan Super Giant: কীভাবে বধ করবেন আহাল এফকে-কে? বাগান জয়ের 'গুরুমন্ত্র' ফাঁস মলিনার
আহাল এফকে-র প্রথম একাদশ:
বার্ডিয়েভ (গোলকিপার), গুরগেনোভ, বাসিমোভ, ওরাজোভ, রহমানোভ, আবদিরাহমানোভ, তোভাকেলোভ, অ্যানাইয়েভ, বেরেনোভ, তাগাইয়েভ (অধিনায়ক), মিরজোইয়েভ।