/indian-express-bangla/media/media_files/2025/05/25/lEBZlM3x38WtTM3DwvIf.jpg)
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান নিয়ে মুখ খুললেন অ্যালভিটো ডি কুনহা
East Bengal vs Mohun Bagan: আগামী ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025-26) জন্য দলগঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার দুই শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan Super Giants ) ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। ইতিমধ্যে একাধিক ফুটবলারের দল-বদলের খবর কলকাতা ময়দানে (Kolkata derby) ভাসতে শুরু করেছে। দল-বদলের এমনই এক রুদ্ধশ্বাস ডার্বিতে কার্যত বোমা ফাটালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি'কুনহা।
একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ইস্টবেঙ্গল গরীব দল। কিন্তু, মোহনবাগান ধনী। অ্য়ালভিটোর কথায়, মোহনবাগান সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা নাকি টাকার জোরেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের নিজের দলে টেনে নিচ্ছেন। এই মন্তব্যকে ঘিরে কলকাতা ময়দানে যে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।
East Bengal Transfer News: বিরাট চমক ইস্টবেঙ্গলের, রোনাল্ডোর বিরুদ্ধে খেলা তারকা ফুটবলার লাল-হলুদে!
সম্প্রতি নয়া মরশুমের দলগঠন নিয়ে ইস্টবেঙ্গল কর্তারা বিনিয়োগকারী ইমামি গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসেছিলেন। বৈঠকের শেষে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বেরিয়ে এসে জানান, ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগের জন্য শক্তিশালী দলগঠন করতে চায় ইস্টবেঙ্গল। আর ইমামি গোষ্ঠী নাকি জানিয়েও দিয়েছে যে ভাল দলগঠন করার জন্য বাজেট কোনও ইস্যু হবে না। অর্থাৎ যত টাকাই লাগুক না কেন, ভাল ফুটবলার সই করানোর ক্ষেত্রে ইমামি গোষ্ঠী আর্থিকভাবে কোনও কার্পণ্য করবে না।
East Bengal Footballer Update: ঘরের ছেলে ফিরছে ঘরে? খুশির বাঁধ ভাঙছে ইস্টবেঙ্গল সমর্থকদের
বিতর্কিত মন্তব্য অ্যালভিটো ডি কুনহার
ইতিমধ্যে 'মোহনবাগান হাব' নামে একটি এক্স হ্যান্ডলে অ্যালভিটো ডি'কুনহার এই মন্তব্যটি শেয়ার করা হয়েছিল। বলার অপেক্ষা রাখে না যে চোখের নিমেষেই এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আসতে শুরু করেছে একের পর এক প্রতিক্রিয়াও। অ্যালভিটো বলেছেন, 'ইস্টবেঙ্গল হচ্ছে গরীব। আর মোহনবাগান হচ্ছে আমির। অনেক ফুটবলারই হয়ত ইস্টবেঙ্গলে আসতে চাইছে। কিন্তু, মোহনবাগান টাকার দর এতটাই বাড়িয়ে রাখে যে তারা চাইলেও আসতে পারছে না। গেলেও হয়ত এক বছর বসিয়ে রাখবে। তারপর ছেড়ে দেবে।'
East Bengal Legend, Alvito D'Cunha while crying on Media, says :
— Mohun Bagan Hub (@MohunBaganHub) May 23, 2025
"East Bengal is poor and Mohun Bagan is rich. It's Goenka who is hiking player's prices and giving him big salaries" 😂😂
🎥 [Parallel Sports]pic.twitter.com/fPPdk7drrV
সঙ্গে অ্যালভিটো আরও প্রশ্ন করেছেন, 'এতে মোহনবাগানের লাভটা কী হচ্ছে? ভারতীয় ফুটবলের লাভটা কোথায় হচ্ছে? আপনার কী মনে হয়, এইসব করে ভারতীয় ফুটবলের কি আদৌ কোনও উন্নতি হচ্ছে? ও যদি এত টাকা খরচ করে ফুটবলার কিনতেই চায়, তাহলে ভারতীয় ফুটবলের জন্য অন্তত কিছু করুক। সেটা কেন করছে না?' অ্যালভিটোর তোপ যে সরাসরি সঞ্জীব গোয়েঙ্কার দিকেই ছিল, সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি শুভাশিস বসুর হাতে বর্ষসেরা ফুটবলারের সম্মান তুলে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এর পাশাপাশি ভারতীয় ফুটবল দলের আসন্ন ম্য়াচে মোহনবাগান থেকে শুভাশিস বসু ছাড়াও সুযোগ পেয়েছেন লিস্টন কোলাসো, বিশাল কাইথ এবং মনবীর সিং। ফলে ভারতীয় ফুটবলের উন্নয়নে মোহনবাগান সুপার জায়ান্ট যে কাজ করে চলেছে, তা বলাই বাহুল্য।