Moin Khan urged Pakistan players not to get friendly with Indian players: মাঠে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কোনও বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন না। প্রাক্তন অধিনায়ক মইন খান পাকিস্তানের ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমনটাই উপদেশ দিলেন। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মইন বলেছেন যে খেলোয়াড়দের প্রতিপক্ষকে সম্মান করা উচিত। কিন্তু, পেশাদারিত্বের সীমা কখনও অতিক্রম করা উচিত না।
এক পডকাস্টে মইন বলেন, 'আমি আজকাল পাকিস্তান এবং ভারতের খেলা দেখলে বুঝতে পারি না। ভারতীয় খেলোয়াড়রা যখন ক্রিজে আসে, তখন আমাদের খেলোয়াড়রা তাদের ব্যাট পরীক্ষা করে, তাদের পিঠ চাপড়ে দেয়, বন্ধুত্বপূর্ণ কথা বলে! কেন এসব করে?' ভারতের বিরুদ্ধে বহু ম্যাচের সৈনিক প্রাক্তন উইকেটরক্ষক মইন বলেন, 'আমাদের সিনিয়ররা সবসময় আমাদের বলতেন যে ভারতের বিরুদ্ধে খেলার সময় মাঠে তাদের খেলোয়াড়দের সঙ্গে কোনও বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত নয়। এমনকী কথা বলারও দরকার নেই। পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে ভারতীয় খেলোয়াড়রা একে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখে।'
পডকাস্টে ৫৩ বছর বয়সি এই পাকিস্তানি ক্রিকেটার জানান যে তাঁর প্রজন্মের কিছু ভারতীয় খেলোয়াড়ের প্রতি অগাধ শ্রদ্ধা থাকলেও তিনি মাঠে সেটা কখনও বুঝতে দেননি। এই প্রসঙ্গে মইন বলেন, 'আজকাল, ভারতের বিরুদ্ধে খেলার সময় আমাদের খেলোয়াড়দের আচরণ আমার কাছে অকল্পনীয়। শুধু মাঠই না। মাঠের বাইরেও পেশাদার হিসেবে প্রত্যেকের কিছু নির্দিষ্ট সীমা থাকা উচিত।'
একসময় (বর্তমানে লুপ্ত) ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলেছেন মইন। তখনও ম্যাচের সময় খেলোয়াড়দের বন্ধুত্বপূর্ণ আড্ডার তিনি বিরোধিতা করতেন। মইন বলেন, 'আমার মনে হয়, আমাদের আজকালকাল খেলোয়াড়রা এগুলো বোঝেই না। মাঠে অতিরিক্ত বন্ধুত্ব দেখানোকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হয়। তাতে খেলোয়াড়ের পারফরম্যান্সেরই ক্ষতি হয়।' তাঁর ক্রিকেটার জীবনের সেরা আক্ষেপ কী? সেটাও পডকাস্টে জানিয়েছেন মইন। তিনি জানান, বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাতে না পারা তাঁর খেলোয়াড় জীবনের সবচেয়ে বড় আক্ষেপ।
আরও পড়ুন- কোহলিকে দেখতে গ্যালারিতে একাধিক 'বিরাট', তাজ্জব দর্শকরা
পাকিস্তানের হয়ে ৬৯টি টেস্ট এবং ২১৯টি ওয়ানডে খেলেছেন মইন। অভিজ্ঞতা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তিনি ভবিষ্যদ্বাণীও করেছেন। মইন জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এবং ভারত, তাঁর ফেভারিট দলের তালিকায় আছে।