Kohli lookalikes flock to watch India star bat: রঞ্জি ম্যাচে যখন বিরাট কোহলির ব্যাটিং দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা, সেই সময় বিরাটকে গ্যালারিতে দেখা গেল। দিল্লির কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে দিল্লি এবং রেলের মধ্যে রঞ্জি ম্যাচ। সেই ম্যাচেই খেলছেন কোহলি। তাঁকে দেখতে গ্যালারিতে ভিড় জমাচ্ছেন দর্শকরা। তার মধ্যেই কোহলিকে দেখা গেল গ্যালারিতে। দেখে, তাজ্জব হয়ে গেলেন দর্শকদের অনেকেই।
অবশ্য তাঁদের ভুল ভাঙল অচিরেই। কারণ, গ্যালারিতে উপস্থিত কেউই আসল কোহলি নন। তাঁরা কোহলির মত দেখতে। ম্যাচের দ্বিতীয় দিন, দর্শকরা কোহলির ব্যাটিং দেখার সুযোগ পেয়েছেন। যার জন্য তাঁদের অনেকেই চলতি ম্যাচের প্রথম দিন থেকে মাঠে আসা শুরু করেছিলেন। শুক্রবার সেই কোহলির ব্যাটিং দেখার সুযোগের পাশাপাশি তাঁদের অতিরিক্ত প্রাপ্তি ছিল কোহলির মত দেখতে দর্শকদের গ্যালারিতে উপস্থিতি।
এর মধ্যে একজন হলেন করণ কৌশল। তিনি ভারতের তারকা ব্যাটার কোহলির একজন অন্ধ অনুরাগী। দেখতেও হুবহু কোহলির মতই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, 'আমি আজ এখানে আসতে পেরে রোমাঞ্চিত। আমি নিশ্চিত যে, কোহলি সেঞ্চুরি করবেন। গত ১০ বছর ধরে লোকজন আমাকে বলছেন যে আমি নাকি কোহলির মত দেখতে। আমি তাই তিন বছর ধরে এই দাড়ি রাখছি। আমার মনে হয়, কোহলি আজ ব্যাটিংয়ের গ্রামার মেনে চলবে। আজ আমরা ওঁর প্রতিটি শট দেখতে পাব।'
কোহলি অবশ্য মাঠে করণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১৫ বলে মাত্র ৬ রান করে পেসার হিমাংশু সাংওয়ানের বলে তিনি উইকেট হারান। করণ কিন্তু, একা নন। শুক্রবার মাঠে উপস্থিত ছিল স্টেডিয়ামে উপস্থিত আরেক কোহলিও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'মানুষ আমাকে কোহলি ভেবে ভুল করে। এটা একটা বিরাট অভিজ্ঞতা। আমি আজ ওঁর সিগনেচার কভার ড্রাইভ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি, ঘরোয়া ক্রিকেটে সিনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এতে তরুণ খেলোয়াড়রা অনুপ্রাণিত হন। এটা সামগ্রিকভাবে খেলাকেই মজাদার করে তোলে।'
আরও পড়ুন- একই দিনে দু'বার ৫ উইকেট! নজির গড়ে ইতিহাসে ভারতীয় তারকা
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিল্লি-রেলওয়ে চলতি রঞ্জি ম্যাচের প্রথম দিন ১৫,০০০ দর্শক গ্যালারিতে ছিলেন। রেলের ব্যাটিংয়ের সময় একজন দর্শক ফেন্সিং টপকে কোহলির পা ছুঁতে মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন।