Advertisment

Morocco planning to kill dogs: ৩০ লক্ষ কুকুর মেরে হবে বিশ্বকাপ ফুটবল! মহাযজ্ঞ আয়োজনের আগেই ভয়ংকর বিতর্কে মরক্কো

Morocco planning to kill 3 million dogs: মরক্কো ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। তার আগেই তারা ৩০ লক্ষ পথকুকুর হত্যার পরিকল্পনা করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
France vs Croatia FIFA World Cup 2018 Final: মস্কোর বৃষ্টিতে ভিজল ফ্রান্সের জেতা বিশ্বকাপ

World Cup Football: বিশ্বকাপ ফুটবল। (ফাইল ছবি)

Morocco planning to kill 3 million dogs: বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য ৩০ লক্ষ পথকুকুর হত্যার পরিকল্পনা করেছে মরক্কো। চার বছর পরপর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী এই বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকেন। এই ফুটবল বিশ্বকাপ গোটা বিশ্বকে একসুতোয় বেঁধে রেখেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুলেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ককে নতুন মালায় গেঁথেছে। এই টুর্নামেন্টের সঙ্গে ফুটবলপ্রেমীদের আবেগ জড়িয়ে আছে। কে জিতবে, তা নিয়ে সমর্থকদের আবেগের শেষ নেই।

Advertisment

এই টুর্নামেন্টের সঙ্গে ক্রীড়াপ্রেমীদের আবেগ এতটাই জড়িয়ে যে আয়োজনকারী দেশগুলোকে প্রস্তুতির জন্য বিরাট দায়িত্ব পালন করতে হয়। আয়োজনে যাতে কোনও ফাঁক না থাকে, তা খুঁটিয়ে দেখে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার কর্তারা। এই বিশ্বকাপ আয়োজন নিয়েও বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের মধ্যে এক বিরাট আবেগ রয়েছে। বিশ্বমানের স্টেডিয়াম গড়ে তোলা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবলপ্রেমীদের খেলা দেখতে আসা, তাঁদের আতিথেয়তার মত নানা দিকে নজর দিতে হয় ফুটবলপ্রেমীদের।

তার মধ্যেই বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে পড়েছে। এমনই এক বিতর্ক এবার দানা বেঁধেছে মরক্কোকে নিয়ে। তারা নাকি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজনের জন্য ৩০ লক্ষ পথকুকুর হত্যা করবে। এমনটাই খবর জানা গিয়েছে। এই খবর জানাজানির পরই বিশ্বের বিভিন্ন পশুপ্রেমী এবং অধিকারবাদী সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে।

ক্রীড়াপ্রেমীদের কাছে ঝাঁ চকচকে পথঘাট উপহার দিতেই নাকি মরক্কো এমন পরিকল্পনা করেছে। ২০৩০ ফুটবল বিশ্বকাপ স্পেন এবং পর্তুগালের সঙ্গে মরক্কো যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে। এই তিনটি দেশেই ২০৩০ বিশ্বকাপ ফুটবলের খেলা হবে। যাকে ঘিরে এই তিন দেশে বিশ্বের ফুটবলপ্রেমীরা ভিড় জমাবেন। তবে, ওই বছর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। ২০৩০ ফুটবল বিশ্বকাপের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, ওই বছর বিশ্বকাপ ফুটবল আয়োজন শতবর্ষে পা দেবে।

Advertisment

সেই আয়োজনের জন্য মরক্কো ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। স্টেডিয়ামগুলোর মান উন্নত করা হচ্ছে। পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে। সবটাই করা হচ্ছে ফিফার নির্দেশিকা মেনে। তার মধ্যেই তাদের কুকুর হত্যার পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। যাতে বিতর্কের ঝড় উঠেছে। এই খবর প্রকাশের পর ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল কোয়ালিশন মন্তব্য করেছে, 'এটা হল মরক্কোর নিষ্ঠুর গোপনীয়তা।' ওই সংগঠনের ওয়েবসাইটে লেখা হয়েছে, 'মরক্কোতে প্রতিবছর ৩ লক্ষ পথকুকুর হত্যা করা হচ্ছে। সরকারি কর্মীরাই কুকুরগুলোকে হত্যা করছে। ফিফা তারপরও মরক্কোকে ২০৩০ বিশ্বকাপ ফুটবল আয়োজনের যৌথ দায়িত্ব দিয়েছে। স্পেন এবং পর্তুগালের সঙ্গে মরক্কো ওইবছর বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। এতে মরক্কোর পথকুকুর হত্যার সংখ্যা বেড়েছে।'

আরও পড়ুন- IPL ব্যান থেকে স্যালারি কমানোর ভাবনা! কোহলি-রোহিতদের ছারখার করা শাস্তি আনছে বোর্ড

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিষ এবং ইঞ্জেকশন দিয়ে মরক্কো কুকুরগুলোকে হত্যা করছে। কোথাও আবার কুকুরকে গুলি করেও মারা হচ্ছে। অথবা ধরে অন্য কোথাও নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। মরক্কো সরকার অবশ্য দাবি করেছে, এই অভিযোগ ভিত্তিহীন। নির্বিচারে কুকুরহত্যা ২০২৪ সালেই বন্ধ করা হয়েছে। তাতেও অবশ্য ফিফার কাছে মরক্কোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পশুপ্রেমীরা। এই অভিযোগ দায়ের ২০২৩ সালের ঘটনা। ফিফা তারপর সব দেখেশুনেই মরক্কোকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে। তাতে পশুপ্রেমী সংগঠনগুলো আরও ক্ষুব্ধ। তারা চায়, ফিফা দ্রুত মরক্কোর বিরুদ্ধে ব্যবস্থা নিক। এই সব দাবি সত্ত্বেও অবশ্য ফিফা এনিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Football FIFA World Cup Sports News kill Dog sports World Cup Morocco
Advertisment