IPL Ban To Salary Cut: IPL ব্যান থেকে স্যালারি কমানোর ভাবনা! কোহলি-রোহিতদের ছারখার করা শাস্তি আনছে বোর্ড

BCCI policy will impact: বিসিসিআই কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ১০ দফা নীতিমালা চালু করেছে। যা না মানলে রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরাদের ভুগতে হতে পারে।

BCCI policy will impact: বিসিসিআই কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ১০ দফা নীতিমালা চালু করেছে। যা না মানলে রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরাদের ভুগতে হতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: ভারতীয় দল। (ফাইল ছবি)

BCCI policy will impact: বিসিসিআইয়ের সাম্প্রতিকতম ১০ দফা নির্দেশনামা না মানলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও ভারতীয় জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা। কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য এই ১০ দফা নির্দেশনামা চালু করেছে বিসিসিআই। বর্ডার-গাভাসকর ট্রফিতে দলের খারাপ রেজাল্টের পরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। এরপরই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন বিসিসিআই কর্তারা। সেই বৈঠকে গম্ভীরের পরামর্শের ভিত্তিতে ১০ দফা নির্দেশনামা চালু করেছে বিসিসিআই। 

Advertisment

এই ১০ দফা নির্দেশনামা হল:-
১) ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক, ২) দলের সঙ্গে ভ্রমণ করতে হবে, ৩) সফরকালে পারিবারিক ভ্রমণ করা যাবে না, ৪) অতিরিক্ত লাগেজ নেওয়া যাবে না, ৫) ব্যক্তিগত কর্মী নেওয়া যাবে না, ৬) বেশি ব্যক্তিগত সরঞ্জাম নেওয়া যাবে না, ৭) দলকে ছেড়ে সফর থেকে চলে যাওয়া যাবে না, ৮) প্র্যাকটিস সেশন তাড়াতাড়ি ছেড়ে যাওয়া যাবে না, ৯) সফর চলাকালীন কোনও বিজ্ঞাপনী শ্যুটিং করা যাবে না, ১০) দলীয় বিজ্ঞাপনী শ্যুটিংয়ে হাজির থাকতে হবে।

জানা গিয়েছে, এই সব নির্দেশনামা না মানলে কড়া সাজা দেওয়া হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে। ওই খেলোয়াড় শাস্তি মকুবের আবেদন জানালেই তা মকুব করা হবে না। সেই আবেদন, বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং প্রধান কোচ অনুমোদন করলে তবেই গুরুত্ব দেবে বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, 'সব আবেদন নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং প্রধান কোচের অনুমোদিত হতে হবে। তাঁরা শাস্তি মকুবের আবেদনে ছাড়পত্র না দিলে কড়া শাস্তির পথে হাঁটতে পারে বোর্ড।' 

আরও পড়ুন- ভারতের ড্রেসিংরুমে শৃঙ্খলাই নেই! বোর্ডের কাছে বিরাট নালিশ এবার কোচ গম্ভীরের

Advertisment

শাস্তিমূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে, নিয়ম ভঙ্গকারী খেলোয়াড়ের বিসিসিআই চুক্তি অনুযায়ী রিটেইনারের পরিমাণ বা ম্যাচ ফি কমানো হতে পারে। ওই ক্রিকেটারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-সহ 'বিসিসিআই পরিচালিত সমস্ত টুর্নামেন্ট'-এ নিষিদ্ধ করা হতে পারে। এই ব্যাপারে বোর্ডের তরফে বলা হয়েছে, 'বিসিসিআই একজন ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকারী। সেই অনুযায়ী, সংশ্লিষ্ট খেলোয়াড়ের রিটেইনারের পরিমাণ বা ম্যাচ ফি কমানো হতে পারে। তাঁকে বিসিসিআই পরিচালিত সমস্ত টুর্নামেন্টে নিষিদ্ধ করা হতে পারে।'

cricket Cricket News IPL Virat Kohli Border-Gavaskar Trophy Jasprit Bumrah Rohit Sharma BCCI salary