/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/imgonline-com-ua-twotoone-9laMsOZPsj_copy_1200x676.jpg)
সেই চেনা মেজাজে বিরাট কোহলি। সেই আগ্রাসী ক্যাপ্টেন। প্রতিপক্ষ অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর ব্রেট লি-র চরম আক্রমণাত্মক সেলিব্রেশন। মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফিরে পাওয়া গেল পুরোনো বিরাট কোহলিকে।
মেজাজে ফিরে আসার দিনেই কোহলি হালকা করে 'ঝামেলায়' জড়ালেন স্টোকসের সঙ্গেও। ছেড়ে কথা বললেন না প্রতিপক্ষ অলরাউন্ডারকে।
আরো পড়ুন: মাঠেই নিষিদ্ধ কর্ম স্টোকসের! লাল চোখে হুঁশিয়ারি দিলেন আম্পায়ারও
প্রথম সেশনের খেলা চলছিল। অশ্বিনের একটি স্পেলের সময় ড্রোনের মুভমেন্টে নিয়ে প্ৰশ্ন তুলেছিলেন বেন স্টোকস। বেশ কিছুক্ষণ ব্যাটিং স্টান্স না নিয়েই কিছুটা বিরক্ত প্ৰকাশ করছিলেন। অশ্বিনকে অপেক্ষা করিয়ে রেখে মনোযোগ না করতে পারার অভিযোগ করছিলেন।
These two though 🇮🇳🏴 #INDvENGpic.twitter.com/xqk6CI5JOK
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) February 24, 2021
তখনই ধৈর্য্যচ্যুতি হয় কোহলির। এগিয়ে আসেন তিনি। স্ট্যাম্প মাইকে সেই সময়ে কোহলিকে বিরক্তি প্রকাশ করে বলতে বলতে শোনা যায়, "কাম অন বেন ইয়ার…!" কোহলির আক্রমণাত্মক ভাবভঙ্গির সামনেই মিইয়েই ছিলেন তারকা ইংরেজ অলরাউন্ডার। তিনি আর সময় অপচয় না করে ব্যাটিং স্টান্স নেন।
The agressive Virat Kohli calling out Ben Stokes 🔥 pic.twitter.com/dyoanWs5Gz
— Cheeru (@_sobermonk) February 24, 2021
আরো পড়ুন:ভারতকে টেনে খেলাচ্ছেন আম্পায়ার! বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি নালিশ ইংল্যান্ডের
২৪তম ওভারে স্টোকস অবশ্য অশ্বিনকে ভালোভাবেই সামলে দেন। এর আগে অশ্বিন স্টোকসকে টেস্টে ১০ বার আউট করেছিলেন। সেই কারণেই অশ্বিনকে সমঝে খেলছিলেন তিনি।
অশ্বিনের বলে সামাল দিলেও অক্ষরের ঘূর্ণি অবশ্য কাটাতে পারেননি তিনি। ২৯ তম ওভারে ২৪ বলে ৬ রান করে অক্ষরের বলে লেগ বিফোর হয়ে যান তিনি। ইংল্যান্ডও মাত্র ১১২ রানে গুটিয়ে যায়।
অক্ষর প্যাটেল একাই হাফডজন উইকেট শিকার করেন। অশ্বিন এবং ইশান্তের শিকার সংখ্যা যথাক্রমে ৩ এবং ১। ভারত দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে দিনের শেষে ৯৯/৩। রোহিত শর্মা হাফসেঞ্চুরি করে ক্রিজে অপরাজিত রয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন