Jose Mourinho: বিতর্কিত মন্তব্য মোরিনহোর, ম্যানঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে কটাক্ষ প্রাক্তন কোচের?

Man Utd-Jose Mourinho: ২০২৩-এর ফেব্রুয়ারিতে ইপিএল জানিয়েছিল যে গত ১০ বছরে সাতেরও বেশি শিরোপা পাওয়া ম্যাঞ্চেস্টার সিটি ১১৫টি বিধি লঙ্ঘন করেছে।

Man Utd-Jose Mourinho: ২০২৩-এর ফেব্রুয়ারিতে ইপিএল জানিয়েছিল যে গত ১০ বছরে সাতেরও বেশি শিরোপা পাওয়া ম্যাঞ্চেস্টার সিটি ১১৫টি বিধি লঙ্ঘন করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Man Utd, Jose Mourinho, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, হোসে মোরিনহো,

Man Utd-Jose Mourinho: ম্যাঞ্চেস্টার নিয়ে এখনও আশাবাদী মোরিনহো। (ছবি- টুইটার)

Man Utd-Jose Mourinho: প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এবং বর্তমান ফেনারবাচে এসকে দলের ম্যানেজার হোসে মরিনহো বলেছেন যে যদি ম্যানচেস্টার সিটি তাদের ১১৫টি ফেয়ার প্লে লঙ্ঘনের জন্য সাজা পায়, তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২০১৭-১৮ মরশুমের প্রিমিয়ার লিগ ট্রফি পেতে পারে। পেপ গার্দিওলার শহরে রেড ডেভিলস ওই মরশুমে দ্বিতীয় হয়েছিল। 

Advertisment

ইউরোপে লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ফেনারবাচের মধ্যে প্লে-অফ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মোরিনহো ওই কথা বলেন। তিনি বলেন, 'ম্যাঞ্চেস্টার সিটিকে সাজা দিলে আমার মনে হয় ২০১৭-১৮ মরশুমের লিগ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে যাবে। আমি আশা করব, তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আমাকে পদক আর বোনাসটা দেবে।'

গত বছর ফেব্রুয়ারিতে ইপিএল বলেছিল যে, ম্যাঞ্চেস্টার সিটি ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ১১৫টিরও বেশি বিধি লঙ্ঘন করেছে। ১০ বছরের মধ্যে সাতবারেরও বেশি শিরোপাজয়ীরা অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে। তাতে অবশ্য রেহাই মেলেনি। চলতি সপ্তাহের শুরুতে এনিয়ে এক কমিশনের অধীনে সিটির বিচার চলছে। 

Advertisment

এই বিচারে ম্যাঞ্চেস্টার সিটি দোষী সাব্যস্ত হলে তাদের জরিমানা করা হবে। পয়েন্ট কাটা যাবে। উয়েফা থেকে পাওয়া অর্থ কাটা যাবে। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় নথিভুক্তকরণে বাধা পেতে পারে সিটি। চলতি উয়েফা চ্যাম্পিয়নশিপ থেকে তারা বাদও পড়তে পারে। আবার, ভবিষ্যতে উয়েফা চ্যাম্পিয়নশিপ থেকেও তাদের বাদ দেওয়া হতে পারে। 

আরও পড়ুন- হকি ফিরল দিল্লিতে, বার্লিন প্রাচীর ভাঙতে ব্যর্থ হরমনপ্রীতের বাহিনী

বর্তমানে, ম্যাঞ্চেস্টার সিটি ২০২৪-২৫ মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে লিভারপুল। তাদের থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে সিটি। গত মরশুমে লিগের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল এবার আটটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত পাঁচটিতে জয় পেয়েছে। দুটি ম্যাচ ড্র করেছে। আর, একটিতে হেরেছে। তার জেরে আর্সেনাল রয়েছে লিগের তৃতীয় স্থানে। তার পরও সাংবাদিক বৈঠকে যখন মোরিনহোকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইউরোপা লিগ কাদের জয়ের সম্ভাবনা আছে? জবাবে পর্তুগিজ কোচ জানিয়েছেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর টটেনহ্যামের।

Football Manchester United Jose Mourinho Sports News