Rahul Dravid: ক্রাচ বগলে নিয়েই দলের অনুশীলনে 'মিস্টার ডিপেন্ডেবল'! রয়্যালস কোচকে দেখে চক্ষু ছানাবড়া রাজস্থান সমর্থকদের

‘Mr. Dependable’ showed up at Rajasthan Royals’ training session with crutches! Fans were left stunned seeing their coach. What’s the story? রাজস্থান রয়্যালসের অনুশীলনে ক্রাচ বগলে নিয়েই হাজির ‘মিস্টার ডিপেন্ডেবল’! দলের কোচকে দেখে চক্ষু চড়কগাছ সমর্থকদের। কী ঘটেছে?

author-image
IE Bangla Sports Desk
New Update
Rahul Dravid-IPL: ক্রাচ বগলে নিয়েই অনুশীলনে দ্রাবিড়

Rahul Dravid-IPL: ক্রাচ বগলে নিয়েই অনুশীলনে দ্রাবিড়। (ছবি- রাহুল দ্রাবিড়)

Mr. Dependable Trains with Crutches! Royals Fans Stunned to See Their Coach: টিম ইন্ডিয়ায় খেলার সময়ই তিনি 'মিস্টার ডিপেন্ডেবল' নামে পরিচিতি পেয়েছিলেন। তাঁর এই তকমা যে মিথ্যা নয়, ফের প্রমাণ করলেন রাহুল শরদ দ্রাবিড়। সামনেই আইপিএল। তাই পায়ে চোট পেলেও তাঁকে রাজস্থান রয়্যালসের অনুশীলন ক্যাম্পে হাজির হতে দেখা গেল। ক্লাব ম্যাচে খেলার সময় তিনি এই চোট পান। তবে এই ধাক্কা সত্ত্বেও, প্রাক্তন ভারতীয় কোচ, দলকে আইপিএল জয়ের লক্ষ্যে প্রস্তুত করতে যে উঠেপড়ে লাগবেন, তা স্পষ্ট হয়ে গেল চোট নিয়ে তাঁর অনুশীলনে আসাতেই। দলের অধিনায়ক সঞ্জু স্যামসন ও ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারার সঙ্গে সমন্বয় রেখে রাজস্থান রয়্যালসকে এবছর সাফল্যের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দ্রাবিড়কে।

Advertisment

রাজস্থান রয়্যালসের প্রধান কোচ তাই ক্রাচের সাহায্য নিয়েই দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। ৫২ বছর বয়সি এই কোচ গলফ কার্টে চেপে অনুশীলন মাঠে আসেন এবং দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দেন। সম্প্রতি বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে চোট পান দ্রাবিড়। তাই প্রাক-মরশুম প্রস্তুতির প্রথম পর্বে তিনি অনুপস্থিত ছিলেন। এরপরই ১২ মার্চ কোচি ক্যাম্পে তিনি দলের সঙ্গে যোগ দেন।

রাহুল দ্রাবিড় তাঁর এই চোট পান কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) গ্রুপ ৩ লিগের সেমিফাইনালে। ওই ম্যাচে তিনি তাঁর ১৬ বছর বয়সি ছেলে অন্বয় দ্রাবিড়ের সঙ্গে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন। ইনিংসের দ্বিতীয় বলেই তিনি চোট পান। তারপরও খেলা চালিয়ে যান দ্রাবিড়। কিন্তু ১৮তম ওভারে দৌড়নোর সময় তাঁর কাফ মাসলে টান লাগে। তিনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থদের সহায়তায় তাঁকে মাঠ ছাড়তে হয়।

Advertisment

আরও পড়ুন- গম্ভীরকে ভুলতে চাইছে কেকেআর? নেতৃত্বের চ্যালেঞ্জ কি আদৌ নিতে পারবেন, কী জানালেন রাহানেরা

আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন দ্রাবিড়। যার ফলে দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ হিসেবে তিনি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়েছেন। যা তাঁর বিশাল অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতার পরিচয়। এই মরশুমে আইপিএল শিরোপার জন্য রাজস্থান রয়্যালস জোরালো লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে দ্রাবিড় দলের অধিনায়ক সঞ্জু স্যামসন ও ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন।

cricket Rajasthan Royals IPL Cricket News Indian Premier League (IPL)