/indian-express-bangla/media/media_files/2025/03/13/CuD7T9KMZu8JonGpqvig.jpg)
KKR: কেকেআর। (ছবি- কেকেআর)
Rahane Takes Leadership Role at KKR – Vice-Captain Venkatesh Shares His Thoughts: গৌতম গম্ভীর ক্লোজড চ্যাপ্টার। তাই তাঁকে এখন যত দ্রুতসম্ভব ভুলতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার থেকেই অনুশীলন শুরু করেছে কলকাতার আইপিএল টিম। বৃহস্পতিবার তারা মুখোমুখি হল সাংবাদিকদের। সেখানেই দলের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান দলে তাঁরা মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে কতটা মিস করছেন। ভেঙ্কটেশ জবাব দেওয়ার চেষ্টা করতেই থামিয়ে দেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি পালটা সাংবাদিকদের বলেন, 'অতীত নিয়ে কথা বলে লাভ নেই, বর্তমান ব্যাপারে কিছু জানার থাকলে বলুন।'
Rinku bhai getting all the love 💜 pic.twitter.com/gAgZmxuG0P
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2025
এবছর ২২ মার্চ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই ১৮তম সংস্করণের প্রথম ম্যাচেই কেকেআর মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র। গম্ভীরের জায়গায় দলের নতুন মেন্টর এখন ডোয়েন ব্র্যাভো। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও অধিনায়ক ইতিমধ্যে বদলে ফেলেছে নাইটরা। শ্রেয়স আইয়ার চলে গেছেন। অজিঙ্কা রাহানে নতুন অধিনায়ক। শ্রেয়স গেলেও তাঁর ভাই ভেঙ্কটেশকে এবার কেকেআর সহ-অধিনায়ক করেছে। তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছেন শাহরুখ খানরা।
DJ Bravo, Rahane, Venkatesh, Chandrakant Pandit LIVE Press Conference | #KnightLIVE | TATA IPL 2025 https://t.co/ELaDU4jCJc
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2025
সেই ভেঙ্কটেশ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, 'দল যে দায়িত্ব দিয়েছে, সেটা কতটা পালন করতে পারলাম, সেটাই আসল কথা। ব্যাটিং করি বা বোলিং, সেনিয়ে একটা চাপ থাকবেই। সেই চাপ সামলেই পারফর্ম করব।' নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে আবার বলেন, 'আমি বেশিরভাগ সময়ই টপ অর্ডারের প্রথম তিনে ব্যাট করেছি। এবার দল যেখানে খেলাবে, সেখানে খেলব। সেটা মেন্টর আর কোচই ঠিক করে দেবেন। আমাদের দল গতবারের চ্যাম্পিয়ন। আমি মুম্বইয়ে চন্দ্রকান্ত স্যারের কোচিংয়ে খেলেছি। অধিনায়ক হিসেবে আমি সবাইকেই স্বাধীনতা দিতে চাই। খেতাব ধরে রাখাটাই আমাদের মূল লক্ষ্য থাকবে।'
আরও পড়ুন- নারকেল ফাটিয়ে, স্টাম্প পুজো দিয়ে ইডেনের ২২ গজে প্র্যাকটিস শুরু নাইটদের
দলের নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো বলেন, 'আমরা কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছি। গম্ভীরের নিজস্ব একটা স্টাইল আছে। আমারটা আমার মত। তাতে আমিও সাফল্য পেয়েছি। আমার নেতৃত্বে ট্রিনবাগো নাইট রাইডার্সও চ্যাম্পিয়ন হয়েছে। সেই স্পিরিট আর উদ্দীপনা আমি এই দলে কাজে লাগানোর চেষ্টা চালাব।' কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আশাবাদী, তাঁর দল এবারও সাফল্য পাবে। কারণ, বেশিরভাগই পুরোনো ছেলে। আর, কোচিং স্টাফদের অধিকাংশও তাই। ফলে, বোঝাপড়ার কোনও অসুবিধা হবে না। তার ওপর কেকেআর ইতিমধ্যে মুম্বইয়ে ১০ দিনের ক্যাম্পও করেছে। ফলে, সাফল্য নিয়ে তিনি আশাবাদী বলেই জানিয়েছেন পণ্ডিত।