Advertisment

নীল ছবির নায়ক ধোনি! নাম উঠল মিয়া খালিফার সঙ্গে

প্রথম কয়েক রাউন্ডের সার্ভের পরে দেখা যায়, চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি ধোনি, কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলিকে ভোটের নিরিখে পেরিয়ে গিয়েছেন ধোনি। কমপক্ষে দশ লক্ষ ভোট জমা পড়েছে ধোনির নামের পাশে।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni and mia khalifa

ধোনি ও মিয়া খলিফা (ইনস্টাগ্রাম ও ফেসবুক)

দশক শেষ। নতুন বছরও শুরু হয়ে গিয়েছে। একসপ্তাহ অতিক্রান্ত। বিশ্বক্রিকেটে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিংবদন্তি, মহাতারকা শব্দবন্ধনী জুড়ে গিয়েছে তিন তারকা ক্রিকেটারের সঙ্গে। যদিও গত দশকের আগেই ক্রিকেট বিশ্বে আত্মপ্রকাশ করেছিলেন ধোনি-কোহলি-রোহিতরা। তবে গত দশকেই সম্মান, যশ প্রাপ্তি তাঁদের।

Advertisment

গত দশকের সেরা ক্রিকেটার কে, এই নিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি সমীক্ষা করে। সেই তালিকায় ভারতের তিন তারকা ছাড়াও বিশ্ব ক্রিকেটের নামি-দামি মুখেরা ছিলেন, যেমন- বেন স্টোকস, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন।

আরও পড়ুন বারেবারে ব্যর্থ পন্থ, অবশেষে ধোনির উত্তরসূরিকে নিয়ে সরব সৌরভ

তবে প্রথম কয়েক রাউন্ডের সার্ভের পরে দেখা যায়, চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি ধোনি, কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলিকে ভোটের নিরিখে পেরিয়ে গিয়েছেন ধোনি। কমপক্ষে দশ লক্ষ ভোট জমা পড়েছে ধোনির নামের পাশে। ৫১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে ধোনি।

আরও পড়ুন ডোপিং, অশালীন ব্যবহার! তারকাকে ছেঁটে ফেলার পথে টিম ইন্ডিয়া

তবে এই সমীক্ষাকে সামনে রেখেই এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ধোনি বনাম মিয়া খালিফা-র নাম ভাসিয়ে দিয়েছেন সমীক্ষায়। দশকসেরা পর্ণস্টার কে, এই তালিকায় মিয়া খালিফাকেও হারিয়ে দিয়েছেন ধোনি। ক্রিকেট ফ্রিক নামের সেই টুইটার ব্যবহারকারীর সমীক্ষায় দেখা গিয়েছে ধোনি ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। ৪৩ শতাংশ ভোট পেয়ে অনেক পিছনে মিয়া খালিফা। জানা গিয়েছে, ৩০০০ জন নেটিজেন এই সমীক্ষায় ভোটদান করেছিলেন।

তবে প্রিয় তারকার নামের পাশে পর্ণস্টার শব্দবন্ধনী জুড়ে যাওয়ায় অনেক ক্রিকেট ভক্তই খুশি নন। ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। সমীক্ষা শুরু করা ব্যক্তিকে 'নট আ ট্রু ইন্ডিয়ান'-ও বলা হয়েছে।

Read the full article in MALAYALAM

BCCI MS DHONI
Advertisment