India vs Australia 3rd Test: বুমরা হয়ত নেই তৃতীয় টেস্টেই, বেনজির দুঃসংবাদে ঝাঁঝরা হয়ে গেল টিম ইন্ডিয়া

Border Gavaskar Trophy: বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের মাঝপথেই স্পিডস্টার জসপ্রীত বুমরাকে নিয়ে ব্যাপক দুসংবাদে তোলপাড় টিম ইন্ডিয়ার আশার সংসার।

Border Gavaskar Trophy: বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের মাঝপথেই স্পিডস্টার জসপ্রীত বুমরাকে নিয়ে ব্যাপক দুসংবাদে তোলপাড় টিম ইন্ডিয়ার আশার সংসার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, জসপ্রীত বুমরা,

Jasprit Bumrah: ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরা। (ছবি: বিসিসিআই/টুইটার)

Key Players in India vs Australia 3rd Test: জসপ্রীত বুমরা কি আহত? মেলবোর্নের গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচের আগে, তেমন জল্পনাই ছড়িয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল আপাতত ১-১। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচের জন্য ব্রিসবেনে রওনা হবে। শনিবার থেকে শুরু হবে ব্রিসবেন টেস্ট। তার আগে ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবার পুরোদস্তুর অনুশীলন চালিয়েছে। অনুশীলনে বিজিটি স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। ব্যাটিং প্র্যাকটিস করেছেন অধিনায়ক রোহিত শর্মা থেকে তারকা ব্যাটার বিরাট কোহলি-সহ সকলেই। কিন্তু, অনুশীলনে বুমরাকে দেখা যায়নি। তাঁর সঙ্গে অবশ্য অপর পেসার সিরাজও অনুশীলনে ছিলেন না। 

Advertisment

সংবাদমাধ্যমের প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, টিম ইন্ডিয়ার থিঙ্ক-ট্যাঙ্ক দীর্ঘ অস্ট্রেলিয়া সফরে বুমরার ওপর চাপ সম্পর্কে সচেতন। সেই কারণেই ঐচ্ছিক অনুশীলন সেশন থেকে বুমরাকে বাদ দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর 'দ্য গাবা'তে বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা। তার জন্য, টিম ইন্ডিয়া শীঘ্রই ব্রিসবেনে রওনা দেবে। পার্থে ২৯৫ রানে জয়ের পর ভারত দ্বিতীয় টেস্টে এডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের ফল তাই এখন ১-১। দুই দলই এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পরস্পরের থেকে এগিয়ে যেত চেষ্টা চালাচ্ছে। ব্রিসবেন টেস্ট তাই জমে উঠতে বাধ্য। 

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার মাঠ থেকে ঘাড়ধাক্কা ভারতীয় সমর্থককে! রোহিতদের ম্যাচ চলার সময়েই বিস্ফোরক কাণ্ড প্রকাশ্যে

Advertisment

অনুশীলনে ফাঁকি না রাখতেই এডিলেডেই নেমে পড়েছিল টিম ইন্ডিয়া। কোহলি, রোহিত, ঋষভ পন্থ, শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল-সহ ভারতীয় ব্যাটাররা পুরোদস্তুর অনুশীলন চালিয়েছেন। গত দুটি টেস্টে ভারতীয় ব্যাটারদের অনেকেরই পারফরম্যান্স বেশ খারাপ ছিল। পার্থ টেস্ট জিতলেও প্রথম ইনিংসে ভারতের স্কোর ছিল মাত্র ১৫০। আর, এডিলেডে প্রথম ইনিংসে ১৮০। দ্বিতীয় ইনিংসে ১৭৫। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ভারত দুই ইনিংস মিলিয়ে মাত্র ৮১ ওভার ব্যাট করেছে। যার জন্য অস্ট্রেলিয়ার ১০ উইকেটে এই ম্যাচ জেতা কঠিন হয়নি। পার্থ টেস্টে ভারতের দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন। কেএল রাহুল ওপেনিং পজিশনে ভালো খেলেছেন। তবে, শেষ অবধি তিনি সেঞ্চুরি পাননি। এডিলেডে তাঁকেও বেশ জোর দিয়ে অনুশীলন চালাতে দেখা গেল।

cricket Test cricket Cricket News Indian Cricket Team Jasprit Bumrah Australia Cricket Team Team-India Team India