Advertisment

আইপিএল ২০১৮: বিশ্বরেকর্ডের সঙ্গেই আরও পাঁচ রেকর্ডে নাম লেখালেন ধোনি

টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁলেন ধোনি। আরও পাঁচ রেকর্ডে নাম জুড়ে গেল তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
আমি মা-বোন তুলে গালি দেওয়ার অনুমতি দিই না: মহেন্দ্র সিং ধোনি

সেই চেনা মহেন্দ্র সিং ধোনি। যাকে বলে ভিন্টেজ মাহি। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়াম দেখল ধোনি ধামাকা। শেষ বলে ছয় মেরে আবারও একটা রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন বিশ্ব ক্রিকেটের বন্দিত ফিনিশার। এদিন ধোনির ৩৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসের সুবাদে চেন্নাই পাঁচ উইকেটে হারাল আরসিবি-কে। মাহি এদিন বিশ্বরেকর্ড গড়লেন। পাশাপাশি আইপিএল-এ আরও পাঁচটি রেকর্ডের সঙ্গে জুড়ে গেল তাঁর নাম। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক ছুঁলেন ধোনি।

Advertisment

আরও পড়ুন, আইপিএল ২০১৮: ছুটে এসে ধোনির পা ছুঁয়ে গেলেন ফ্যান

দেখে নেওয়া যাক এই ম্যাচে আর কী কী রেকর্ডে নাম লেখালেন ক্যাপ্টেন কুল:

এর আগে আইপিএলে যা জুটিতে সেঞ্চুরি হয়েছে, তার সবই হয়েছে ওপেনিং থেকে চতুর্থ উইকেট পার্টনারশিপের মধ্যে। পঞ্চম উইকেটে রায়ডু-ধোনির সেঞ্চুরি সে দিক থেকেও রেকর্ড। ৫৯ বলে ১০১ করেছেন তাঁরা।

আইপিএলে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জিতল চেন্নাই। এর আগে ২০১২-তে আরসিবি-র বিরুদ্ধে চেন্নাইয়ের এই রেকর্ড ছিল।

ধোনিই আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন। ছাপিয়ে গেলেন গৌতম গম্ভীরকে।

আইপিএলের কোনও ম্যাচ এর আগে এত ওভারবাউন্ডারির সাক্ষী থাকেনি। চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচ দেখল ৩৩টি ছয়। এর আগে গতবছর দিল্লি ডেয়ারডেভিলস বনাম গুজরাত লায়ন্সের ম্যাচে ৩১টি ওভার বাউন্ডারি এসেছিল।

আইপিএলে একমাত্র দুটি দলই সফল ভাবে দুবার ২০০-র বেশি রান তাড়া করে জিততে পেরেছে।

এদিন উমেশ যাদব কেরিয়ারের ১০০ তম আইপিএল ম্যাচ খেলতে নেমে ১০০টি উইকেট নিলেন

এদিন কুইন্টন ডি কক (৩৭ বলে ৫৩) ও এবি ডিভিলিয়ার্স (৩০ বলে ৬৮) ব্যাটে ঝড় তুলে বেঙ্গালুরুর স্কোর ২০৫ তুলতে সাহায্য করেন। আরসিবি-র রান তাড়া করতে নেমে শুরুতে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে আরম্ভ করে চেন্নাই। কিন্তু আম্বাতি রায়ডু (৫৩ বলে ৮২) ও ধোনির (৩৪ বলে ৭৪) জুটি বিরাটদের থেকে ম্যাচ ছিনিয়ে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জেতান ক্যাপ্টেন কুল।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: এবার কি স্টাম্পিংয়ে ধোনিকে মাত দিলেন কার্তিক? ভিডিও দেখুন

IPL 2018 MS DHONI
Advertisment