Advertisment

ভাইরাল ভিডিও: মেয়ের কাছে নাচের তালিম নিচ্ছেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি যখন বাইশ গজ থেকে দূরে থাকেন তখন পুরোপুরি ডুবে থাকেন পরিবারের সঙ্গে। রাঁচির রাজপুত্র নিজের রাজপ্রাসাদেই বেশিরভাগ সময়টা কাটাতে পছন্দ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni Dances With Daughter Ziva

ভাইরাল ভিডিও: মেয়ের কাছে নাচের তালিম নিচ্ছেন ধোনি (ছবি টুইটার)

মহেন্দ্র সিং ধোনি যখন বাইশ গজ থেকে দূরে থাকেন তখন পুরোপুরি ডুবে থাকেন পরিবারের সঙ্গে। রাঁচির রাজপুত্র নিজের রাজপ্রাসাদেই বেশিরভাগ সময়টা কাটাতে পছন্দ করেন। কখনও নিজের পোষ্যদের সঙ্গে তো কখনও নিজের মেয়ের সঙ্গে। সম্প্রতি ধোনিকে দেখা যাচ্ছে তিন বছরের ফুটফুটে কন্যার সঙ্গেই মজাদার সব ভিডিও শেয়ার করতে। যদিও এ প্রথম নয়, অতীতে মেয়ের জন্য় বাগস বানি সাজা থেকে লাড্ডু নিয়ে খুনসুটিতে মাততে দেখা গিয়েছে দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে।

Advertisment
View this post on Instagram

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

View this post on Instagram

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

ধোনি যে, ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে যে, জিভা তাঁকে নাচের তালিম দিচ্ছে। মনোগ্রাহী শিষ্য়ের মতোই ধোনি তার পদাঙ্ক অনুসরণ করছেন। ধোনির পরনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি। এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। গত ২৪ নভেম্বরও জিভার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন মাহি। সেখানে ধোনি-জিভার কথা হচ্ছিল তামিল আর ভোজপুরী ভাষায়। জিভা ধোনিকে জিজ্ঞাসা করেছিল “কেয়সান বা”? বাংলায় যার মানে কেমন আছো? ধোনি উত্তরে বলেন, “ঠিক্কান বা”, এর অর্থ ভাল আছি। গত শনিবার স্ত্রী সাক্ষীর সঙ্গে ধোনি হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মুম্বইয়ের রিসেপশনে। সেখানেও একটা মজার ঘটনা ঘটে। চিত্রগ্রাহকদের ছবির আবদার মেটাচ্ছিলেন ধোনি-সাক্ষী। আচমকাই সাক্ষী সরে যান ধোনির পাশ থেকে। পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ধোনি মজার ছলে জড়িয়ে ধরেন তাঁরই সতীর্থ হার্দিক পাণ্ডিয়াকে।

আরও পড়ুন: দীপিকা-রণবীরের রিসেপশনে এলেন ধোনি থেকে শচীন

এই মুহূর্তে ধোনি ক্রিকেট থেকে সাময়িক ব্রেক পেয়েছেন। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে বাদ দিয়েই দল গড়েছিলেন জাতীয় নির্বাচকরা। নতুনদের সুযোগ দেওয়ার ভাবনায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ধোনিকে তিন ম্যাচের টি-২০-তে রাখা হয়নি। আগামী বছরের শুরুতে অজিদের বিরুদ্ধে  তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে সম্ভবত ফের দেশের জার্সিতে দেখা যাবে ধোনিকে

cricket MS DHONI viral
Advertisment