Advertisment

কোহলির যুক্তি ধোপে টিকল না ধোনির সামনে

এবার স্বয়ং মহেন্দ্র সিং ধোনিই কোহলির সঙ্গে সহমত পোষণ করলেন না। ধোনির মতে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে আইপিএল-ই হতে পারে প্রস্তুতির আদর্শ মঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni vs Kohli

কোহলির যুক্তি ধোপে টিকল না ধোনির সামনে (ছবি-টুইটার)

বিরাট কোহলি কিছুদিন আগেই বলেছিলেন যে, ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের প্রথমসারির বোলারদের আইপিএল থেকে বিরত থাকা উচিত। কিম্বা পুরো টুর্নামেন্ট না-খেলাই ভালো। বোলারদের ফিট রাখার জন্যই এমনটা পরামর্শ দিয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর এই মন্তব্যে বাইশ গজ থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। এবার স্বয়ং মহেন্দ্র সিং ধোনিই কোহলির সঙ্গে সহমত পোষণ করলেন না। ধোনির মতে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে আইপিএল-ই হতে পারে প্রস্তুতির আদর্শ মঞ্চ।

Advertisment

প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের বই প্রকাশ অনুষ্ঠানে এসে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন আইপিএল-এর হয়েই ব্যাট ধরলেন। ধোনি বললেন, “চার ওভার বল করলে কেউ ক্লান্ত হয়ে যায় না। ঘটনাচক্রে নিজেদের সেরা ফর্মে থাকবে তারা। চাপের পরিস্থিতিতেই বোলিংয়ের বৈচিত্র্য় বেরিয়ে আসে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে আইপিএল-এর পুরো টুর্নামেন্টই খেলা সম্ভব। কিন্তু কয়েক’টা বিষয় মাথায় রাখতে হবে। খাওয়াদাওয়ার পাশাপাশি কখন ঘুমোতে যাওয়া আর ঘুম থেকে ওঠার সময়টা।” ধোনি আরও বলেন, “আমি চাই বোলারদের স্কিল ফ্যাক্টরের জায়গায় তারা সেরা জায়গায় থাকুক। আমি সবসময় মনে করি আইপিএল-এ নিজেকে শেপে রাখার সেরা সময়। আমিও অনেকটা সময় পাই। আইপিএল-এ তিনদিন অন্তর তিন থেকে সাড়ে তিন ঘণ্টার খেলা থাকে। এর ফলে জিমে অনেকটা সময় কাটানোর সুযোগ থাকে।”

আরও পড়ুন: দুনিয়া জুড়ে ধোনির নামের গাড়ি, মুগ্ধ সিএসকে

দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সমালোচকদেরও একহাত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “আমাদের বোলারদের চোটমুক্ত রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ওদের বিশ্রামে পাঠানো হয়, তাহলে সবার আগে ধারাভাষ্য়কাররা বলবে জং ধরে গিয়েছে। আবার খেলালেও বলবে যে, তারা সতেজ নয়। ফলে আমাদের একটা ব্যালান্স করতে হবে। ম্যানেজ করতে হয়তো একটু সমস্যা হবে।”

IPL Virat Kohli MS DHONI
Advertisment