IPL 2019: প্রচণ্ড ভয় পেয়েছিলেন বিরাট, ম্যাচের পর অকপট ব্যাঙ্গালোরের অধিপতি

শেষ বলের থ্রিলারে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রানের 'অপ্রত্যাশিত' জয় ছিনিয়ে এনেছে বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জীবনের সেরা টি-২০ ইনিংস (৪৮ বলে ৮৪) খেলেও চেন্নাই সুপার কিংসের বৈতরণী পার করাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।

শেষ বলের থ্রিলারে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রানের 'অপ্রত্যাশিত' জয় ছিনিয়ে এনেছে বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জীবনের সেরা টি-২০ ইনিংস (৪৮ বলে ৮৪) খেলেও চেন্নাই সুপার কিংসের বৈতরণী পার করাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni gave us a massive scare: Virat Kohli after RCB's thrilling 1-run win over CSK

IPL 2019: প্রচণ্ড ভয় পেয়েছিলেন বিরাট, ম্যাচের পর অকপট ব্যাঙ্গালোরের অধিপতি (ছবি-টুইটার)

রবিবার বেঙ্গালুরু দেখেছে আইপিএল শেষ ১২ বছরের ইতিহাসের অন্যতম রুদ্বশ্বাস ম্যাচ। শেষ বলের থ্রিলারে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রানের 'অপ্রত্যাশিত' জয় ছিনিয়ে এনেছে বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জীবনের সেরা টি-২০ ইনিংস (৪৮ বলে ৮৪) খেলেও চেন্নাই সুপার কিংসের বৈতরণী পার করাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।

Advertisment

এই ম্যাচে ধোনিকে তাঁর পরিচিত অবতারেই পাওয়া গিয়েছিল। অসম্ভবকে সম্ভব করার ইঙ্গিত ছিল তাঁর উইলোতে। চেন্নাইয়ের জয়ের জন্য় শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। ধোনির ব্যাট থেকে এসেছিল ২৪ রান। তীরে এসেও ইয়েলো আর্মির তরী ডুবে যায়।

আরও পড়ুন: IPL 2019, CSK vs RCB Highlights: অনন্য ধোনি, রুদ্ধশ্বাস ম্যাচ জিতল আরসিবি

Advertisment

ম্যাচের পর ইয়ান বিশপকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিরাট যা বললেন, তা এখানে তুলে ধরা হল। কোহলি জানালেন, "ম্যাচটার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে। আমরা ১৯ ওভার পর্যন্ত দুর্দান্ত বল করেছি। এরকম শিশির ভেজা পিচে ১৬০ রান ধরে রাখা নিঃসন্দেহে কৃতিত্বের। শেষ বলে যা হলো, সেটা একেবারে অপ্রত্যাশিত। খুব ছোট ব্যবধানেও ম্যাচ জিততে ভাল লাগে। আমরা এই অল্প ব্যবধানেই এই টুর্নামেন্টে ম্যাচ হেরেছি। কিন্ত এমএস যা করল আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। যদিও ও এই কাজটার জন্য়ই সেরা।"


চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। গত ২৩ মার্চ টুর্নামেন্ট ওপেনারের কথা মনে রাখতে চাইবেন না বিরাটরা। শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল আরসিবি। ধোনি তাঁর ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে বিরাটদের পাঠিয়েছিলেন ব্যাট করতে। হরভজন সিং আর ইমরান তাহিরের দাপটে সেদিন পুরো ২০ ওভারও খেলতে পারেনি আরসিবি। ১৭.১ ওভারে ৭০ রানে গুটিয়ে গিয়েছিল রয়্যালরা। সুপার কিংস ২ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল। বিরাট এবার প্রতিশোধ নিলেন।

Virat Kohli MS DHONI IPL