/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/MSD-New-look.png)
নতুন লুকে এমএস ধোনি, দেখেছেন কি? (ছবি-টুইটার/বিসিসিআই)
লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মহেন্দ্র সিং ধোনি। কেরিয়ারে বহুবার চুল-দাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। কখনও ঘাড় অবধি লম্বা চুল তো কখনও একেবারে ন্যাড়া মাথার মাহি। স্পাইক হোক বা মো-হক! ধোনির স্টাইল ট্রেন্ড হয়ে যায়। তিনি এককথায় স্টাইল আইকন।
ফের একবার চুল দাড়ির স্টাইলে পরিবর্তন আনলেন দেশের উইকেটকিপার ব্যাটসম্যান। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে একেবারে নয়া লুকে হাজির মাহি। দেখে মনে হচ্ছে এক ধাক্কায় তাঁর বয়স অনেকটাই কমে গিয়েছে। ধোনির বন্ধু ও হেয়ারস্টাইলিস্ট স্বপ্না ভবানি টুইটার ও ইনস্টাগ্রামে ধোনির নয়া অবতারের ছবি পোস্ট করে লিখেছেন, "হায় হ্যান্ডসাম"।
আরও পড়ুন: ‘ভি-হক’ ফিরিয়ে সোশ্যালে ঝড় তুললেন মাহি
Hi handsome. ❤️
#dhoni#madowothair#sapnabhavnanipic.twitter.com/EfvyOrbaFB
— Sapna Moti Bhavnani (@sapnabhavnani) February 15, 2019
(Topical: MS Dhoni's new haircut) There's a lot singles and couples can learn from #dhoni One of them is about building a positive image. #BharatMatrimonyBrandAmbassador@msdfansofficial@BleedDhonism@imDhoni_fc@dhoniraina_team@MSD_Cricbuzz@CSKFansOfficial@sapnabhavnanipic.twitter.com/1zNNaLDx1g
— Bharatmatrimony.com (@bharatmatrimony) February 18, 2019
নিউজিল্যান্ড সফরে ধোনির গালে হালকা দাড়ি দেখা গিয়েছিল। অতীতে সাদা চাপ দাড়িও রেখেছেন মাহি। তবে এবার দাড়ি-গোঁফ উড়িয়ে একেবারে ক্লিন-শেভড হয়ে গেলেন তিনি। এরসঙ্গে চুলের ছাঁটেও আনলেন পরিবর্তন। চুলে দু'ধার ট্রিম করে সামনেটা স্পাইকের মতো রেখেছেন তিনি। গতবছর আইপিএল-এর সময় ভি-হক মোহক চুল কেটেই খবরের শিরোনামে এসেছিলেন তিনি। যদিও এবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য়ই নতুন লুক নিলেন মাহি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দেশে ভারত দু'টি টি-২০ ও পাঁচটি ওয়ান-ডে ম্যাচ খেলবে। দলে রয়েছেন ধোনি।