বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন আপাতত আটকে গেল মহেন্দ্র সিং ধোনির। অবসরের চরম জল্পনার মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই অব্যাহতি চেয়েছিলেন সেনাবাহিনীর কর্তব্য করবেন বলে। তবে সেই ডিউটি শেষ হয়ে গেলেও মহেন্দ্র সিং ধোনিকে আপাতত জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে না। কারণ, বৃহস্পতিবার নির্বাচকরা ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য যে দল ঘোষণা করলেন তাতে নেই মাহি। তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে একমাত্র উইকেটকিপার হিসেবে খেলবেন ঋষভ পন্থ। নির্বাচকরা কার্যত বুঝিয়েই দিয়েছেন, ধোনিকে পিছনে ফেলে আপাতত ভবিষ্যতের জন্য লগ্নি করতে চান তাঁরা।
জানা গিয়েছে নির্বাচনী বৈঠকে ধোনিকে নিয়ে কার্যত কোনও আলোচনাই হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বিসিসিআইয়ের এক কর্তা জানান, "ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পন্থকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্যই বেছে নেওয়া হয়েছিল। এখন পন্থ রীতিমতো গ্রুমড হয়ে উঠছেন। এই মুহূর্তে তাই কোনওভাবেই পিছনে ফিরে তাকাতে চান না নির্বাচকরা।"
আরও পড়ুন পন্থই আপাতত একনম্বর চয়েস! দক্ষিণ আফ্রিকা সিরিজেও সম্ভবত নেই মাহি
ঘটনাচক্রে, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ধোনির সঙ্গে নির্বাচক প্রধান এমএস প্রসাদ আলোচনা সেরেছিলেন একপ্রস্থ। সেখানেই ধোনি জানান তিনি আপাতত সেনাবাহিনীর কাজে কাশ্মীরে ডিউটি সারতে চান। তবে বর্তমান নির্বাচনের আগে নির্বাচকদের সঙ্গে ধোনির কোনও আলোচনাই হয়নি। যা যথেষ্ট ইঙ্গিতবাহী, বলে মনে করা হচ্ছে।
পন্থকে আপাতত পরীক্ষা নিরীক্ষার স্তরে রাখা হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টিতে পন্থের সংগ্রহ ৬৯। এর মধ্যে অপরাজিত ৬৫-ও রয়েছে। তবে ওয়ান ডে-তে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন উঠতি উইকেটকিপার ব্যাটসম্যান। নির্বাচকরা অবশ্য এত তাড়াতাড়ি পন্থে আস্থা হারাচ্ছেন না। আরও দেখে নিতে চান দিল্লির ক্রিকেটারকে। তবে পন্থ কোনও কারণে ব্যর্থ হলেও ধোনির বিষয়ে পুনর্বিবেচনা করা হবে না। কারণ বোর্ডের তরফে বলা হচ্ছে, কয়েকজন উইকেটকিপারকে নিয়ে পুল তৈরি করা হবে। সেখানে থাকছেন ইষান কিষান, সঞ্জু স্যামসনদের প্রতিভাবান উইকেটকিপার ব্য়াটসম্যানরা।
India’s squad for 3 T20Is against South Africa: Virat(Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas, Manish Pandey, Rishabh Pant (WK), Hardik Pandya, Ravindra Jadeja, Krunal Pandya, Washington Sundar, Rahul Chahar, Khaleel Ahmed, Deepak Chahar, Navdeep Saini#INDvSA
— BCCI (@BCCI) August 29, 2019
পরের বিশ্বকাপ ২০২৩-এ। সেই সময়ে ধোনির বয়স ৩৮। কোনওভাবেই ধোনি সেই সময়ে খেলার মতো পর্যায়ে থাকবেন না বলেই মনে করা হচ্ছে। চেন্নাইয়ের এক কর্তা জোরগলায় পরের আইপিএলে ধোনির খেলার বিষয়ে নিশ্চয়তা দিয়েছিলেন। তবে এটাও জানিয়েছিলেন, ধোনি অবশ্যই নিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
যাইহোক, ধোনি জমানায় কার্যত ২৯ অগাস্ট দল নির্বাচনেই শিলমোহর ফেলে দিলেন নির্বাচকরা।
স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পাণ্ডিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, নভদীপ সাইনি
Read the full article in ENGLISH