ফ্যানেদের জন্য স্বস্তির খবর! অবসর নিচ্ছেন না দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই খবর নিশ্চিত করলেন স্বয়ং টিম ইন্ডিয়ার হেড স্যার রবি শাস্ত্রী। ধোনির অবসরের যাবতীয় জল্পনা গুজব বলে ওড়ালেন তিনি।
আরও পড়ুন: জোর জল্পনা,অবসর নিচ্ছেন ধোনি!
মঙ্গলবার লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে আট উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ জিতে নেয় ইংল্যান্ড। লিডসে ধোনি এমন একটা কাণ্ড ঘটিয়েছিলেন যাতে তাঁর অধিকাংশ ফ্যানেরাই মনে করছিলেন যে, ধোনি এবার সীমিত ওভারের ক্রিকেটকেও গুডবাই বলতে চলেছেন। এদিন ম্যাচের পর আম্পায়ারদের (ব্রুস অক্সেনফোর্ড, অস্ট্রেলিয়া ও মাইকেল গগ, ইংল্যান্ড) থেকে ম্যাচ বল সংগ্রহ করেন ধোনি। আর এই দৃশ্যই ভক্তকূলের মনে ধোনির অবসরকে কেন্দ্র করে যাবতীয় শঙ্কার জন্ম দিয়েছে। টুইটার ভরে গিয়েছে তাঁর সম্ভাব্য অবসরের বার্তায়।
শাস্ত্রী বুঝিয়ে বললেন কেন ধোনি ম্যাচ বলটা নিয়েছিলেন সেদিন। ভারতীয় দলের কোচ বলছেন, “ এমএস বলটা ভরত অরুণকে দেখাতে চেয়েছিল। ও বোঝাতে চেয়েছিল যে ৪৫ ওভারের পর এখানকার পিচে বলের কী অবস্থা হয়। ধোনি কোথাও যাচ্ছে না। সবটা গুজব।”
লিডসে ধোনির ব্যাট থেকে এসেছিল ৬৬ বলে ৪২। তাঁর আগের ম্যাচে লর্ডসে মাহি করেছিলেন ৫৯ বলে ৩৭। মন্থর ব্যাটিংয়ের জন্য রীতিমতো সমালোচিত ধোনি। এমনকি লর্ডসে ভারতীয় দর্শকরাই গ্যালারি থেকে ধোনিকে টিটকিরি দিয়েছেন। ধোনির উপর টিম ইন্ডিয়ার এখনও অগাধ আস্থা। কোহলি ও শাস্ত্রীর কাছে এখনও টিম ইন্ডিয়ার সম্পদ মাহি। আসন্ন পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ধোনিকে নিয়েই দলগঠনের ভাবনা ভারতের।