Dhoni Independence Day Retirement: কেন ১৫ অগাস্টেই অবসর গ্রহণ করেছিলেন ধোনি? অবশেষে প্রকাশ্যে আসল কারণ

MS Dhoni retirement Independence Day: ক্রিকেট ইতিহাসে ১৫ অগাস্ট তারিখটা টিম ইন্ডিয়ার কিংবদন্তী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আসলে, ২০২০ সালের ১৫ অগাস্ট এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন।

MS Dhoni retirement Independence Day: ক্রিকেট ইতিহাসে ১৫ অগাস্ট তারিখটা টিম ইন্ডিয়ার কিংবদন্তী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আসলে, ২০২০ সালের ১৫ অগাস্ট এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni Retirement Thumb

১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ধোনি

MS Dhoni: আজকের দিনটা প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালে আজকের দিনেই স্বাধীনতা লাভ করেছিল ভারতবর্ষ। শুক্রবার গোটা দেশজুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day 2025) পালন করা হচ্ছে। প্রত্যেকেই আজ নিজেদের মতো করে স্বাধীনতা উদযাপন করছেন। অন্যদিকে, ক্রিকেট ইতিহাসে ১৫ অগাস্ট তারিখটা টিম ইন্ডিয়ার কিংবদন্তী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আসলে, ২০২০ সালের ১৫ অগাস্ট এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি পোস্ট করেই তিনি ক্রিকেট বিশ্বকে চিরবিদায় জানান। কিন্তু, এই পোস্টের ক্যাপশনে ধোনি এমন একটি কথা লিখেছিলেন, যা আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছে। ধোনির সেই রিটায়ারমেন্ট পোস্টের ক্যাপশন আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Advertisment

ধোনির ওই ক্যাপশনের আক্ষরিক অর্থ কী ছিল?

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে ধোনি তাঁর অবসরের খবরটি ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছিলেন। ইতিমধ্যে তিনি 'ম্যায় পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি কাহানি হ্যায়...' গানটিও ব্যবহার করেন। সঙ্গে ওই পোস্টের ক্যাপশনে ধোনি লিখেছিলেন, 'আজ সন্ধ্যা ১৯:২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে ধরে নেওয়া যেতে পারে। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।' নতুন করে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, ধোনি যেহেতু ভারতীয় আধা-সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন, সেকারণে ১৫ অগাস্টকেই তিনি অবসরের দিন হিসেবে বেছে নেন। যদিও ধোনি এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

Advertisment

একনজরে ধোনির ক্রিকেট কেরিয়ার

এমএস ধোনি ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জয় করেছে। উইকেটের পিছনে দাঁড়িয়েই তিনি গোটা ম্য়াচের রং বদলে দিতে পারতেন। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে এবং ৯৮ টি-২০ ম্য়াচ খেলেছেন।

MS Dhoni in IPL 2026: আগামী আইপিএল মরশুমে খেলবেন ধোনি? সামনে এল বড় আপডেট

৯০ টেস্ট ম্য়াচে ধোনি ব্যাট হাতে মোট ৪,৮৭৬ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৬ শতরান, ৩৩ হাফসেঞ্চুরি এবং ১ দ্বি-শতরান বেরিয়ে এসেছেন। এর পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে তিনি মোট ১০,৭৭৩ রান করেন। একদিনের ক্রিকেটে মাহি ১০ শতরান এবং ৭৩ হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ১,৬১৭ রান করেছেন। এরমধ্যে ২ হাফসেঞ্চুরি রয়েছে।

MS DHONI Independence Day 2025