/indian-express-bangla/media/media_files/2025/08/03/ms-dhoni-2025-08-03-00-13-55.jpg)
চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ২০২৬ আইপিএল টুর্নামেন্ট নিয়ে একটা বড়সড় আপডেট দিলেন। তিনি জানিয়ে দিলেন, পরের বছর ঋতুরাজ গায়কোয়াড় এই টুর্নামেন্টে সিএসকে ব্রিগেডকে নেতৃত্ব দেবেন। শনিবার (২ অগাস্ট) চেন্নাইয়ে একটি প্রাইভেট ইভেন্টে এসেছিলেন ধোনি। সেখানেই তিনি খোলসা করেন, আগামী বছর সিএসকে ওপেনার হিসেবে কামব্যাক করবেন ঋতুরাজ। আর সেইসঙ্গে দলের নেতৃত্বও গ্রহণ করবেন তিনি।
আগামী মরশুমে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ
২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন ঋতুরাজ গায়কোয়াড় বড়সড় চোট পেয়েছিলেন। টুর্নামেন্টে শুরুর দিকেই তাঁর কাঁধে চোট লেগেছিল। চিড় ধরেছিল হাড়ে। সেকারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। এরপর কার্যত বাধ্য হয়েই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব গ্রহণ করতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে।
GT vs CSK 2025: সতীর্থের উপর রেগে ফায়ার সিরাজ, মাঠেই ফাটাফাটি তুলকালাম গুজরাট তারকার, Viral Video
ব্যাটিং ডিপার্টমেন্ট শক্তিশালী করতে চায় চেন্নাই
এই ইভেন্টে এসে ধোনি স্পষ্ট উল্লেখ করেন, ২০২৫ আইপিএল টু্র্নামেন্টে চেন্নাইকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। আগামী মরশুমে দলের ব্যাটিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী করা হবে বলেও জানান চিনি। ধোনির এই মন্তব্যের পর অনেকেই আশঙ্কা করছেন, CSK ব্রিগেড হয় রাহুল ত্রিপাঠী এবং দীপক হুডাকে ছেড়ে দিতে পারে। গত মরশুমে চেন্নাই ব্রিগেডের এই দুই ব্যাটার একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছিল।
ভাল পারফরম্য়ান্সের আশা ধোনির
চেন্নাইয়ের একটি প্রাইভেট ফাংশনে এসে ধোনি বললেন, 'আমরা দলের ব্যাটিং অর্ডার নিয়ে সামান্য হলেও চিন্তিত। তবে মনে হয়, আগামী মরশুমে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঋতু (গায়কোয়াড়) ফিরে আসছে। ও চোট পেয়েছিল। তবে আগামী মরশুমে ও কামব্যাক করছে। আশা করছি, এবার হয়ত আমরা তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করতে পারব।'
IND vs ENG 4th Test: বিপদকালে নারায়ণ শরণে টিম ইন্ডিয়া, পন্থের চোটে কপাল খুলতে পারে CSK তারকার
সঙ্গে তিনি আরও যোগ করেন, '২০২৫ আইপিএল টুর্নামেন্টে আমরা (সিএসকে) যে খারাপ পারফরম্য়ান্স করেছি, তা একেবারে বলতে পারব না। তবে আমাদের পারফরম্য়ান্সে বেশ কয়েকটা ত্রুটি রয়ে গিয়েছে। সেটা মেরামত করার চেষ্টা করব। আগামী ডিসেম্বর মাসে একটা মিনি অকশনের আয়োজন করা হবে। আশা করছি, তখনই নিজেদের ত্রুটি-বিচ্যুতি শুধরে নিতে পারব।' তবে ধোনি নিজে খেলতে নামবেন কি না, সেই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।