হাতে আর পাঁচদিন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দ্বাদশ মরসুম। উদ্বোধনী ম্যাচেই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি গতবারের ও টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। শুরুতেই ধোনি বনাম কোহলি মহারণ। ম্যাচ ধোনিদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
আরও পড়ুন: IPL 2019: এবার প্রিয় পোষ্যর সঙ্গেই মাঠে বসে দেখুন ম্যাচ
গত শনিবার চেন্নাইয়ের জার্সিতে আইপিএলের প্র্যাকটিস শুরু করে দিল ধোনি অ্যান্ড কোং। নেটে ব্যাট করলেন ক্যাপ্টেন ধোনি ছাড়াও আম্বাতি রায়ডু, সুরেশ রায়না ও মুরলী বিজয়রা। এছাড়াও কোচ স্টিফেন ফ্লেমিং দেখে নিলেন কর্ণ শর্মা, কেএস আসিফ, তামিলনাড়ুর উইকেটকিপার এন জগদিশানকে। কিন্তু চিপকের নেটে ফ্লাডলাইটের মাঝেও আলো ঝলসালেন ধোনি। একেবারে রণংদেহী মেজাজেই তাঁকে পাওয়া গেল নেটে। পরপর ছক্কাও হাঁকালেন হাসি মুখে। ধোনির ব্যাটিং দেখে মুগ্ধ দর্শকের মতো দাঁড়িয়েছিলেন রায়না-রায়ডুরা।
ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজের প্রথম তিনটি ওয়ান-ডে ম্যাচের পর আর খেলেননি ধোনি। রাঁচিতেই সম্ভবত দেশের জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। এরপর আইপিএল খেলে ধোনি ধরবেন বিশ্বকাপের উড়ান। তারপরেই হয়তো দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। চলতি বছর দারুণ ফর্মেই রয়েছেন ধোনি। আইপিএলেও তাঁর ব্যাট থেকে মারকাটারি সব ইনিংস দেখার প্রত্যাশায় ফ্যানেরা।