Advertisment

ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা টিম ইন্ডিয়ার, অনন্য মাইলস্টোনের সামনে রাঁচির রাজপুত্র

আগামিকাল কি রাঁচিতে ছয়ের বন্যা বইবে? জেএসসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কি রানের ফুলঝুরি ছুটবে? এসবের উত্তর পাওয়ার জন্য় অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক'টা ঘণ্টা।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni on verge of joining Sachin Tendulkar, Rahul Dravid, Virat Kohli, Sourav Ganguly in elite list

ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা টিম ইন্ডিয়ার, অনন্য মাইলস্টোনের সামনে রাঁচির রাজপুত্র (ছবি-টুইটার/বিসিসিআই)

আগামিকাল কি রাঁচিতে ছয়ের বন্যা বইবে? জেএসসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কি রানের ফুলঝুরি ছুটবে? এসবের উত্তর পাওয়ার জন্য় অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক'টা ঘণ্টা। ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্য়াচ শুরু হতে এখনও অনেক'টা সময় বাকি রয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার নেট সেশন দেখে মনে হচ্ছে রাঁচিতে ছক্কার খেলায় মাততে রাজি আছে দল।

Advertisment

বৃহস্পতিবার নেট সেশনে এক মজার খেলায় মাতলেন এমএস ধোনি, ঋষভ পন্থ, রবিন্দ্র জাদেজা ও আম্বাতি রায়ডুরা। অতীতে আইপিএল দেখেছে এই খেলা। কে সবচয়ে লম্বা ছয় হাঁকাতে পারে! এটাই খেলার নিয়ম। এমনকি যুজবেন্দ্র চাহালও বড় ছয় মারলেন নেটে।

আরও পড়ুন: প্র্যাকটিস সারল টিম ইন্ডিয়া, নতুন জার্সিতে মজলেন ধোনি-কোহলি

শুধু ছয় মারলেই হবে না, ধোনির প্রয়োজন ৩৩টি রান। তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের ঝুলিতে চলে আসবে ১৭ হাজার রান। তাহলেই শচীন তেন্ডুলকর (৩৪,৩৫৭), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫), রাহুল দ্রাবিড় (২৪,২০৮), বীরেন্দ্র শেহওয়াগ (১৭,২৫৩) এবং বিরাট কোহলির (১৯,৪৫৩) এলিট ক্লাবে চলে আসবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ধোনির বর্তমান রান ১৬,৯৬৭। ওয়ান-ডে ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১০,৪৭৪ রান। টেস্টে তিনি করেছেন ৪,৮৭৬ রান এবং ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ১৬১৭ রান করেছেন মাহি। টেস্টে ধোনির গড় ৩৮.০৯, ওয়ান-ডে ফর্ম্য়াটে ৫০.৮৪ ও টি-২০-তে ৩৭.৬। ঘরের মাঠে দেশের জার্সিতে সম্ভবত শেষ ম্যাচ খেলতে চলেছেন মাহি। ধোনি চাইবেন এই মাঠেই ১৭,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে।

Sachin Tendulkar Sourav Ganguly Virat Kohli MS DHONI
Advertisment