Advertisment

প্রচণ্ড ভিড়ে চিড়ে-চ্যাপ্টা ধোনি, বাঁচালেন মহিলা! রইল ভাইরাল ভিডিও

সেই ভিডিও পোস্ট করে স্বপ্না ভাবনানি ক্যাপশনে লিখেছেন, "৯০ শতাংশ নিরাপত্তা, ১০ শতাংশ হেয়ার স্টাইলিস্ট এবং ৫০০ শতাংশ ফ্যানগিরি।"

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni

এমএস ধোনির হেয়ারস্টাইলিস্টই বডিগার্ড হয়ে গেলেন (ইনস্টাগ্রাম)

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরে একটিও ম্যাচে অংশ নেননি তিনি। গত বছর জুলাইয়ে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। এতদিন জাতীয় দলের বাইরে থাকলেও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। মুম্বইতে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে এসেছিলেন ধোনি। সেখানেই ভক্তদের ভিড়ে চিড়ে চ্যাপ্টা হওয়া জোগার!

Advertisment

সেই সময়েই ধোনির ত্রাতা হয়ে এগিয়ে এলেন এক মহিলা। তিনিই বাঁচালেন মহাতারকাকে। সেই মহিলা অবশ্য ধোনিরই পরিচিত। ধোনির ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট তিনি। স্বপ্না ভাবনানি ধোনিকে কর্ডন করে নিরাপদে পৌঁছে দেন। ভক্তদের নাগাল এড়িয়ে।

আরও পড়ুন সবথেকে দামি ক্রিকেটারই শুরুতে নেই কেকেআরে, চিন্তা বাড়ল শাহরুখের

সেই ভিডিওই স্বপ্না ভাবনানি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ভিডিওতেই দেখা গিয়েছে, ধোনি শ্যুটিংয়ের জন্য নির্দিষ্ট জায়গায় পৌঁছনো মাত্র চারিদিকে সমর্থকরা ঘিরে রয়েছেন তাঁকে। রাস্তা, রাস্তার পাশে ফুটপাথ সর্বত্র ধোনি ভক্তরা। ধোনি এমন ভিড়ে কিছুটা হচকচিয়েই গিয়েছিলেন। ধোনির ব্যক্তিগত দেহরক্ষীরাও পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়েছিলেন। সেই সময়েই স্বপ্না ভাবনানি ধোনির সামনে দাঁড়িয়ে ভিড় কাটিয়ে দেন।

আরও পড়ুন আইপিএলের শুরুতে যে তারকাদের না পেয়ে সমস্যার মুখে ফ্র্যাঞ্চাইজিরা

সেই ভিডিও পোস্ট করে স্বপ্না ভাবনানি ক্যাপশনে লিখেছেন, "৯০ শতাংশ নিরাপত্তা, ১০ শতাংশ হেয়ার স্টাইলিস্ট এবং ৫০০ শতাংশ ফ্যানগিরি।" ক্যাপশনের সঙ্গে 'ক্যাপ্টেন সাব', 'এমএস ধোনি', 'ধোনি', 'স্বপ্না ভাবনানি', 'ধোনি এভরিহোয়্যার' শব্দবন্ধনী হ্য়াশট্যাগে জুড়ে দিয়েছেন। প্রকাশ পাওয়া মাত্র সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। প্রত্যেকেই স্বপ্না ভাবনানির প্রশংসায় পঞ্চমুখ।

যাইহোক, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে ধোনির অবসরের জল্পনা আরও জোরালো হয়েছে। এমন আবহেই ধোনি আইপিএলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে শেষবারের মতো টি২০ বিশ্বকাপে খেলতে চান। এমনটাই জানা গিয়েছে। ১ মার্চ থেকে ধোনি সিএসকে-র অনুশীলনেও যোগ দিচ্ছেন। আপাতত ধোনি ক্রিকেট মাঠে কবে নামেন, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

MS DHONI
Advertisment