Dhoni's Favorite Regional Commentary: হিন্দি, ইংরেজি বা তামিল নয়! ধোনির পছন্দের আঞ্চলিক ভাষার ধারাভাষ্য কোনটি?

Find out why the CSK legend loves regional language cricket calls! ধারাভাষ্য নিয়ে মুখ খুললেন মাহি। জানুন, আঞ্চলিক ভাষার ধারাভাষ্য নিয়ে কী বললেন সিএসকে (CSK) কিংবদন্তি।

Find out why the CSK legend loves regional language cricket calls! ধারাভাষ্য নিয়ে মুখ খুললেন মাহি। জানুন, আঞ্চলিক ভাষার ধারাভাষ্য নিয়ে কী বললেন সিএসকে (CSK) কিংবদন্তি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Akash Ambani-MS Dhoni: রবিবারের ম্যাচের পর মুম্বই কর্তা আকাশ অম্বানির সঙ্গে ধোনি

Akash Ambani-MS Dhoni: রবিবারের ম্যাচের পর মুম্বই কর্তা আকাশ অম্বানির সঙ্গে ধোনি। (ছবি- এক্সপ্রেস)

Dhoni on regional language commentary: তিনি ধারাভাষ্যকারদের দৃষ্টিভঙ্গিকে অত্যন্ত গুরুত্ব দেন। এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর কিংবদন্তি খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন খেলোয়াড়রা যখন ধারাভাষ্যকারের ভূমিকায় থাকেন, তখন এই বাইরের দৃষ্টিভঙ্গিগুলো তিনি যে বিশেষ মন দিয়ে শোনেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন ধোনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য তাঁর বেশ ভালোই লাগে। তবে হিন্দি, ইংরেজি বা তামিল নয়। ধোনির ভালো লাগে অন্য ভাষায় ধারাভাষ্য। কোন ভাষার ধারাভাষ্য তাঁর ভালো লাগে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন সিএসকের 'থালা'।

Advertisment

ধোনি জানিয়েছেন, তাঁর 'বিহারি', 'হরিয়ানভি' ভাষায় ধারাভাষ্য শুনতে বেশ ভালোই লাগে। এই ব্যাপারে কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, 'আমি খুব একটা বেশি আঞ্চলিক ধারাভাষ্য শুনিনি। তবে আমি জানি যে বিহারি (ভোজপুরি) ধারাভাষ্য অত্যন্ত ভালো। এটা আমাকে পুরোনো দিনের মত স্কুল জমানায় রেডিওয় ধারাভাষ্য শোনার কথা মনে করিয়ে দেয়। সেসময় দেখতাম ধারাভাষ্যকাররা যেন খেলার মধ্যে ঢুকে পড়তেন। সেটা আমাকে খুব আকর্ষণ করত।'

একইসঙ্গে ধোনি জানিয়েছেন যে তিনি, একটি বিশেষ ভাষার ধারাভাষ্য শুনতে আগ্রহী। সেটা হল: হরিয়ানভি। এই প্রসঙ্গে ধোনি বলেছেন, 'অনেক লোকই আছে যাঁরা নিজেদের আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য শুনতে পছন্দ করে। কারণ, এটি তাদের মাতৃভাষা। আর, তারা সেই ভাষায় ম্যাচ উপভোগও করতে চায়। আমিও সেভাবেই হরিয়ানভি ধারাভাষ্য শুনতে চাই। কারণ, এটি অসাধারণ।'

৪৩ বছর বয়সি ক্রিকেটার বলেন, 'আমি আঞ্চলিক ভাষার ধারাভাষ্য খুব বেশি শুনিনি। কারণ আমরা যখন লাইভ ম্যাচ দেখি, তখন যেসব ধারাভাষ্য শুনি তার বেশিরভাগই ইংরেজি বা হিন্দিতে। ধারাভাষ্য আমাদের খেলাকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে।' 

Advertisment

আরও পড়ুন- প্রাক্তন দলের বিরুদ্ধে না-ও খেলতে পারেন কেএল রাহুল, ফাঁস হল গোপন কারণ

এরপরই ধোনি বলেন, 'ব্যক্তিগতভাবে, আমি ধারাভাষ্য শুনতে বেশ পছন্দ করি। কারণ ধারাভাষ্যকাররা বেশিরভাগই প্রাক্তন খেলোয়াড়। আমি হয়তো এক মরশুমে ১৭টি ম্যাচ খেলছি। আর, তাঁরা বিভিন্ন টুর্নামেন্ট এবং দেশজুড়ে শত শত ম্যাচ কভার করেন। বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন দলের সঙ্গে তাঁদের যোগাযোগও প্রচুর। খেলোয়াড় হিসাবে, আমরা আমাদের দলের শক্তি সম্পর্কে জানি। কিন্তু, বাইরে থেকে বিশ্লেষণ এলে নতুন ধারণার জন্ম হয়। সেক্ষেত্রে বুদ্ধি এবং তথ্য দিয়ে মূল্যায়ন করা যায়, যে কৌশলগুলো আমরা নিয়েছি, সেগুলো ঠিক কি না!'

cricket CSK MS DHONI Commentary IPL