মহেন্দ্র সিং ধোনিও লজ্জা পান! সর্বসমক্ষে তিনি এখনও আমজনতার একজন হতে চান। নিজে যত বড়ই সেলিব্রিটি হোন না কেন, এখনও প্রকাশ্যে তিনি সাধারণ হতে চান। এক অনুষ্ঠানে আবার প্রমাণ পাওয়া গেল। বলিউডের গায়ক মঞ্চে ধোনিকে আহ্বান জানালেও, লজ্জা পেয়ে মাঝপথ থেকেই ফিরে এলেন তিনি।
বহুদিন ধোনি জাতীয় দলের বাইরে। বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা- একের পর এক সিরিজ শেষ হয়েছে আর ধোনির জন্য আক্ষেপ বেড়েছে ভক্তদের। ধোনি অবশ্য অবসরের কোনও বার্তা দেননি। মাঝে সেনাবাহিনীর কাজে কাশ্মীরেও কর্তব্য পালন করে এসেছেন।
Kaun Tujhe ❤️
By Armaan Malik with MS Dhoni & Sakshi Dhoni ❤️@msdhoni @SaakshiSRawat @ArmaanMalik22#MSDhoni #Dhoni #Sakshi #SakshiDhoni #ArmanMalik #ArmaanMalik #MSDhoniTheUntoldStory #KaunTujhe pic.twitter.com/c4q72GtmS8— MS Dhoni 7781 #TeamIndia (@msdhoni_7781) January 27, 2020
আরও পড়ুন টিম ইন্ডিয়ার দুই তারকাকে বিয়ে! এই মহিলাকে নিয়ে এখনও অস্বস্তি জাতীয় দলে
এর মধ্যেই ধোনির অবসরের জল্পনা আরও বেড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যিনি দেশকে দু-বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন, তিনি বোর্ডের চার ধরনের চুক্তির ক্যাটেগরিতে জায়গা করতে পারেননি।
বর্তমানে জাতীয় দলে না থাকলেও স্ত্রী-কন্যাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে মহাতারকা ক্রিকেটারকে। এমন এক অনুষ্ঠানে জিভা, সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন ধোনি।
আরও পড়ুন ধোনির সিট এখনও ফাঁকা থাকে! কিংবদন্তির জন্য চাহালদের মন খারাপ করা ভিডিও
সেই অনুষ্ঠানেই আবার ছিলেন তারকা গায়ক আরমান মালিক। ধোনিকে দেখেই আরমান তারকা ক্রিকেটারের বায়োপিক থেকে তাঁরই গাওয়া একটি গান শুরু করেন। তারপরেই আরমান ধোনিকে মঞ্চে এসে তাঁর সঙ্গে গলা মেলানোর অনুরোধ করেন। তবে ধোনি প্রাথমিকভাবে রাজি হলেও পরে কার্যত পালিয়ে যান লজ্জা পেয়ে!
ধোনি এখনও সাধারণ। মাটির মানুষ। জীবনযাত্রাতেও তাই সাধারণের ছোঁয়া। গ্ল্যামার বর্জিত জীবন যাপনেই মাহি অভ্যস্ত। তাই ধোনি পরে আরমান মালিকের সঙ্গে মঞ্চে উপস্থিত হন। তার আগে অবশ্য আরমান মালিক ধোনিকে বলেন, তাঁকে গান গাইতে বলা হবে না।
ধোনির একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়। তারপরেই ভাইরাল ধোনির ভিডিও।