/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/ms-dhoni-1.jpg)
ধোনি কী বলিউডে নামছেন, জল্পনা তুঙ্গে
বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। ভারতের ব্যর্থতা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। একমাস পেরিয়ে গেলেও। ধোনি, জাতীয় দল, রবি শাস্ত্রী-র ভবিষ্যৎ অনেকটাই বোঝা গিয়েছে সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে। এমন অবস্থাতেই মুখ খুললেন বীরেন্দ্র শেওয়াগ। জানিয়ে দিলেন, বিশ্বকাপে ধোনি যদি উপরের দিকে ব্যাট করতে নামতেন তাহলে ফলাফল বদলে যেতেই পারত।
বিশ্বকাপের সেমিফাইনালে দু-দিন ধরে খেলা চলেছিল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৪০ তুলেছিল। তারপরে খেলা বৃষ্টিতে ভেস্তে গেলেও টিম ইন্ডিয়া ব্য়াটিং করতে নামে রিজার্ভ ডে-তে। মাত্র ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচের রিংটোন যেন অনেকটাই সেট করে দিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। তবে সবাইকে অবাক করে দিয়ে ধোনিকে ৭ নম্বরে নামানো হয়েছিল। যা নিয়ে পরে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।
আরও পড়ুন
প্রথম টেস্ট প্রিভিউ: প্রতিপক্ষের পাশাপাশি কোহলির চ্যালেঞ্জ কম্বিনেশন ঠিক করা
সেই বিষয়েই বলতে গিয়ে বীরেন্দ্র শেওয়াগ জানিয়ে দিলেন, "যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনি ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলতে নামত, তাহলে পরিস্থিতির অনেকটাই বদল ঘটার সম্ভবনা ছিল। ইনিংস তৈরির সময় ধোনির সাহায্যের প্রয়োজন ছিল।" ধোনির পাশাপাশি হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়েও মুখ খুললেন তিনি।
শেওয়াগ বলছিলেন, "হার্দিক ব্য়াটিং অর্ডারের নিচের দিকে ব্যাটিং করতে পারে। ইনিংসে যখন ৯-এর উপরে রান রেট প্রয়োজন, তখন হার্দিক, পন্থরা ব্যাটিং অর্ডারের নিচে নেমে রান তাড়া করায় সহায়তা করতে পারে।" যাইহোক ধোনি ৭ নম্বরে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। যদিও তা পুরোপুরি সফল হয়নি। জাদেজা ৭৭ রানে আউট হয়ে যাওয়ার পরে ধোনি ৫০ রানের মাথায় রান আউট হয়ে যান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের রানের থেকে ১৮ রান দূরে থেমে যায় ভারতের ইনিংস।
Read the full article in ENGLISH