ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি মহেন্দ্র সিং ধোনি। এখনো আইপিএল খেলে চলেছেন তিনি। তবে এরমধ্যেই 'খবর' তিনি নাকি শিক্ষকতার পদে চাকরি চেয়ে আবেদন করেছেন। তা-ও আবার শচীন তেন্ডুলকরের পুত্রের পরিচয়ে। এমনই তাজ্জব ঘটনা ঘটল এবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। যে ঘটনায় চমকে উঠল ক্রিকেট মহল।
ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা দুই নক্ষত্র শচীন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতে একাধিক শচীন তেন্ডুলকর নামের ব্যক্তি থাকতেই পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ধোনির নামের ক্ষেত্রেও একইভাবে বলা যায়, দেশে আনাচে কানাচে খুঁজলে ধোনির নেমসেক পাওয়া যেতেই পারে। রায়পুরে মহেন্দ্র সিং ধোনি নামের যে ব্যক্তি শিক্ষকতার পদে আবেদন করেছেন, সেই আবেদন পত্রে বাবার নামের জায়গায় লেখা শচীন তেন্ডুলকর। যে বেশ আশ্চর্যের।
আরো পড়ুন: বিশ্বকাপ জিততে ধোনি-শচীনদের সঙ্গমের পরামর্শ! বিস্ফোরক তথ্য এবার জানাজানি প্রকাশ্যে
এমন বিখ্যাত নামের মালিক শুধুমাত্র আবেদনই করেননি, শিক্ষকতা পদের চাকরির বাছাই তালিকায় তিনি জায়গাও পেয়েছেন। ইন্টারভিউয়েও ডাক পেয়েছেন তিনি। পরে যদিও জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি ইন্টারভিউয়ে হাজিরা দেননি। ইন্টারভিউয়ের আধিকারিকরা সেই ব্যক্তির ফোন নম্বরে কল করেই বুঝতে পারেন, আবেদনকারী ব্যক্তি ভুয়ো পরিচয়ে ফর্ম ফিলআপ করেছেন।
ছত্তিশগড়ের এমএস ধোনির শিক্ষাগত যোগ্যতা কী? আবেদন পত্র অনুযায়ী, দুর্গের CSVTU বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তিনি। সেই আবেদনপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। অনেক নেটিজেনই ভাইরাল আবেদনপত্র শেয়ার করেছেন। এমন ধরনের ভুয়ো ঘটনা সাধারণত এড়িয়ে যাওয়া হয়। তবে ইন্টারভিউয়ের আধিকারিকরা সেই ব্যক্তির নামে থানায় এফআইআর দায়ের করেছেন।
আরো যে ঘটনা অস্বস্তির তা হল, আবেদনপত্র দেখেই বোঝা সম্ভব তা ভুয়ো। তা সত্ত্বেও সেই আবেদনকারীকে ইন্টারভিউ রাউন্ডে ডাকা হল কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। থানায় এফআইআর হওয়ার পরে ঠিকমত তদন্ত হলেই বেরিয়ে আসবে সেই ভুয়ো ব্যক্তি কে, এবং কোন আধিকারিকদের জন্যই সে ইন্টারভিউ রাউন্ডে ডাক পেল!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন