যে রেকর্ড করতে পারতেন রোহিত শর্মা, সেই রেকর্ড করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে মাহির মুকুটে যুক্ত হল নতুন পালক। রোহিতকে টপকে তিনি হয়ে গেলেন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি ছয়ের মালিক। ধোনির ঝুলিতে ২১৬টি ওয়ান-ডে ছয়। তাঁর ঠিক নিচেই রয়েছেন টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত। তাঁর ঝুলিতে এখন ১১৫টি ছয়।
উপলে অস্ট্রেলিয়াকে ছ’উইকেটে হারিয়ে বিরাটের দল পাঁচ ম্যাচের চলতি ওয়ান-ডে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। টস হেরে বল করেছিল ভারত। মহম্মদ শামি (২/৪৪) ও কুলদীপ যাদবের (২/৪৬) দাপটে ভারত ২৩৬ রানে অজিদের লেজ মুড়িয়ে দেয় কোহলির দল। জবাবে ভারত ছয় উইকেট হাতে রেখেই ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। পঞ্চম উইকেটে মহেন্দ্র সিং ধোনি (৫৯*) ও কেদার যাদবের (৮১*) ১৪১ রানের অপরাজিত পার্টনারশিপই ভারতের জয় নিশ্চিত করে।
আরও পড়ুন: ভিভকে ছাপিয়ে গেলেন কিং
এদিন ওপেন করতে নেমে রোহিত ৬৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। কিন্তু তাঁর ব্যাট থেকে একটা ছয়ও আসেনি। হিটম্যান এদিন ছয় মারতে পারলে ধোনির আর রেকর্ড করা হতো না। অন্যদিকে মাহি তাঁর ৫৯ রানের ইনিংসে চারটি চার ও একটি ছয় মারেন। ম্যাচের ৩৮ নম্বর ওভারে কুল্টার-নাইলকে ছয় মেরেই নতুন রেকর্ড করেন তিনি। দেশের জার্সিতে ওয়ান-ডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারা ভারতীয়দের মধ্যে প্রথম পাঁচে ধোনি-রোহিতের পর রয়েছেন শচীন তেন্ডুলকর (১৯৫টি), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১৮৯টি), যুবরাজ সিং (১৫৩টি) ও বীরেন্দ্র শেহওয়াগ (১৩১টি)। চলতি ইন্দো-অজি সিরিজে ধোনি-রোহিতের মধ্যে ছয়ের প্রতিযোগিতা চলতেই থাকবে। রোহিতের সামনে সুযোগ থাকছে ধোনিকে ছাপিয়ে যাওয়ার।