Advertisment

ধোনির প্রশংসায় পঞ্চমুখ মোদী, প্রধানমন্ত্রীর চিঠির জবাব মাহির

ধোনির প্রশংসা করে চিঠি পাঠিয়েছেন মোদী। নমোর চিঠির পরই তাঁকে ধন্য়বাদ জানিয়ে এদিন টুইট করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni, ধোনি, ধোনি মোদী

মোদী ও ধোনি।

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। স্বাধীনতা দিবসের সন্ধেয় আপামর ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহির অবসর ঘোষণার পর থেকেই আবেগে ভাসছে আসমুদ্রাহিমাচল। ক্রিকেট তারকা, ফিল্মস্টার থেকে রাজনীতিক, ক্য়াপ্টেন কুলকে নিয়ে আবেগের জোয়ারে গা ভাসাননি এমন কেউ নেই। সেই তালিকায় একেবারে অন্য়ভাবে ধোনি-বন্দনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধোনির প্রশংসা করে চিঠি পাঠিয়েছেন মোদী। নমোর চিঠির পরই তাঁকে ধন্য়বাদ জানিয়ে এদিন টুইট করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisment

টুইটারে প্রধানমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়ে মাহি লিখেছেন, ''একজন শিল্পী, সৈনিক ও খেলোয়াড় প্রশংসা চান, যাতে তাঁদের কঠোর পরিশ্রম আর আত্মত্য়াগ সবার নজরে আসে এবং সকলে তার কদর করে। ধন্য়বাদ প্রধানমন্ত্রী, আপনার প্রশংসা ও শুভকামনার জন্য়''। এই টুইটের সঙ্গে তাঁকে পাঠানো মোদীর চিঠিও পোস্ট করেছেন ধোনি। উল্লেখ্য়, ধোনির অবসর ঘোষণার পর তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘অবসরের পর সারারাত জার্সি পরে বসে কেঁদেছ‍িল ধোনি’



স্বাধীনতা দিবসে নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে অবসর ঘোষণা করে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক লিখেছিলেন, ”আপনাদের ভালবাসার জন্য় ধন্য়বাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন”।

প্রসঙ্গত, ক্রিকেট থেকে মাহির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্য়াপ্টেন কুল। তবে,আইপিএলের দৌলতে আবারও ব্য়াট হাতে বাইশ গজে দেখা যেতে পারে ধোনিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলে সম্ভবত খেলতে পারেন মাহি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

MS DHONI PM Narendra Modi
Advertisment