চেন্নাই সুপার কিংস-এ ধোনি জমানা কি শেষের মুখে? প্রশ্ন উঠেছিল একাধিকবার। অবশেষে আইপিএলকে পাখির চোখ রেখে সিএসকে-এর হয়ে নেট প্র্যাকটিসে নামতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সুরেশ রায়না এবং আম্বাতি রায়ডুর ও অন্যান্যদের সঙ্গে চিদাম্বরম স্টেডিয়ামে প্রশিক্ষণ শুরু করতে দেখা যেতে পারে ধোনিকে। সিএসকে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা কে এস বিশ্বনাথ সংবাদমাধ্যমকে বলেন, “২ মার্চ থেকে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিস করবেন ধোনি।” তিনি আরও বলেন, “১৯ মার্চ থেকে সিএসকে-এর পুরো শিবিরটি শুরু হবে। দলের সমস্ত খেলোয়াড়রা যোগ দেবেন সেখানে।”

আরও পড়ুন: ধোনি নয়, ট্রাম্পের মুখে কোহলি! মোতেরা দেখল প্রেসিডেন্টের ক্রিকেট-প্রীতি
গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর জাতীয় দলের জার্সিতে শেষবারের জন্য খেলেছিলেন। তারপর একবছর হতে চলল ধোনি ভারতের হয়ে খেলেননি। এর মাঝে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছিলেন তিনি। তাই আইপিএলকেই পাখির চোখ করছেন ধোনি। কিন্তু কোনও কারণে, আসন্ন আইপিএলে ধোনি সেভাবে পারফর্ম করতে না পারলে, ধোনি-ভক্তদের আশঙ্কা এই মরশুমেই অবসরের পথে হাঁটতে পারেন তিনি। ধোনির শেষ ইচ্ছা, জাতীয় দলের জার্সিতে টি২০ ম্যাচ খেলেই অবসর নেওয়া। তবে সেই জন্য আইপিএলে শেষবেলায় জ্বলে উঠতে চান তিনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন