Advertisment

চিন-পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে রাফাল সেনার হাতে, জোড়া টুইট উচ্ছ্বসিত ধোনির

অন্তর্ভুক্তি অনুষ্ঠানে এদিন আম্বালায় হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী ফ্লোরেন্স পার্লেও। তাঁকে গার্ড অফ অনারও দেওয়া হয় এদিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় বায়ুসেনায় রাফাল জেট অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করলেন মহেন্দ্র সিং ধোনি। জানিয়ে দিলেন, ভারতীয় বায়ুসেনার সুদক্ষ হাতে রাফালের বিধ্বংসী ক্ষমতা আরো পরিস্ফুট হবে।

Advertisment

প্যারাসুট রেজিমেন্টের টেরিটোরিয়াল আর্মি বিভাগের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। সেনা বাহিনীর প্রতি ধোনির আলাদা আবেগের কথা নতুন নয়। বিশ্বকাপেও গ্লাভসে বলিদান প্রতীক লাগিয়ে খেলতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তিনি এদিন আম্বালা এয়ারবেসে ১৭ স্কোয়াড্রনে রাফাল জেটের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি ঘটতেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

জোড়া টুইট করেন ধোনি। প্রথম টুইটে তিনি লেখেন, "চূড়ান্ত অন্তর্ভুক্তি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সেরা মানের ৪.৫ জেনারেশন ফাইটার প্লেন বিশ্বের সেরা পাইলটদের পেল। আমাদের পাইলটদের হাতে এবং ভারতীয় বায়ুসেনার বিভিন্ন বিমানের মিশেলে শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরও বাড়বে।"

আরও পড়ুন আইপিএলের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিলেন ধোনি, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার

দ্বিতীয় টুইটে ধোনি আরো লেখেন, "আমরা আশা করব মিরাজ ২০০০-এর সার্ভিস রেকর্ডও ছাপিয়ে যাবে রাফাল। তবে সুখোই৩০ এখনো আমার ফেভারিট।"

বর্তমানে দুবাইয়ে রয়েছেন মহাতারকা ক্রিকেটার। আইপিএল নামতে মুখিয়ে তিনি। নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংস দলকে। আইপিএলে ব্যস্ত থাকলেও ১৭ স্কোয়াড্রনকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না।

অন্তর্ভুক্তি অনুষ্ঠানে এদিন আম্বালায় হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী ফ্লোরেন্স পার্লেও। আম্বালায় আসার আগে ফ্লোরেন্স পার্লেকে নয়া দিল্লিতে গার্ড অফ অনার দেওয়া হয়। ভারতের বায়ুসেনার প্রধান মার্শাল আর কে এস ভাদোরিয়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন।

নব্বইয়ের দশকে রাশিয়ার কাছ থেকে সুখোই৩০ নেওয়া হয়েছিল। তারপর প্রথম বিদেশ থেকে ফাইটার জেট প্লেন নিয়ে আসা হল।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rafale MS DHONI
Advertisment