সময়টা মোটেই ভাল যাচ্ছে না। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। জাতীয় দলে তিনি যে অপাংক্তেয় হয়ে পড়েছেন, তা বলাই বাহুল্য়। তবে অবসরের কথাও চিন্তা করছেন না। আইপিএলে খেলার প্রস্তুতি নিতে শুরু করেছেন ৩৮ বছরের মহাতারকা।
ধোনি নিজের দুঃসময় কাটাতেই এবার ঈশ্বরের শরণাপন্ন হলেন। রাঁচির দেওরি মন্দিরে সস্ত্রীক পাড়ি দিলেন তিনি। ঈশ্বরের কাছে প্রার্থনাও করলেন। এবারেও অবশ্য প্রথম নয়। দেওরি মন্দিরে ধোনি এর আগেও পুজো দিতে এসেছেন। ধোনির জন্যই রাঁচিক অনামি মন্দির প্রচারমাধ্যমে জায়গা করে নিয়েছে।
ধোনির ফ্যান পেজ 'এম এস ধোনি ফ্যানস' অফিসিয়াল-এর পেজে শেয়ার করা হয়েছে ধোনির একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে ধোনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ধোনিকে আচমকা পেয়ে মন্দিরে ভক্তদের মধ্যে হুড়োহুড়িও পড়ে যায়। প্রিয় তারকার সান্নিধ্যে আসতে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায় মন্দিরে আগত দর্শনার্থীদের।
বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা- একের পর এক সিরিজ শেষ হয়েছে আর ধোনির জন্য আক্ষেপ বেড়েছে ভক্তদের। ধোনি অবশ্য অবসরের কোনও বার্তা দেননি। মাঝে সেনাবাহিনীর কাজে কাশ্মীরেও কর্তব্য পালন করে এসেছেন।
ছয়মাস জাতীয় দলের বাইরে থাকায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে। এমন অবস্থায় আইপিএলে খেলে চলতি বছরের বিশ্বকাপের জন্য় নিজেকে তৈরি করছেন তারকা। আইপিএলে খেলেই নিজেকে প্রমাণ করতে চান আবার। এই বয়সে। আইপিএলের প্রস্তুতিতে ঝাড়খণ্ড দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন তিনি।
এমন কঠিন মুহূর্তেই ঈশ্বরের দর্শন! ঈশ্বরের সান্নিধ্যে ধোনি ফের হারানো জায়গা ফেরত পান কিনা, সেটাই আপাতত দেখার।