Advertisment

ধোনিকে চেন্নাইতে চাননি শ্রীনিবাসন-ই, প্রকাশ্যে এল অতীতের ঘটনা

অতীতের সেই ঘটনা স্মরণ করে চন্দ্রশেখর জানিয়েছেন, "২০০৮ সালে নিলামের আগে এন শ্রীনিবাসন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কাকে নিতে চাও। আমি ধোনির নাম জানিয়েছিলাম।"

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni

আইপিএলে শ্রীনি-ধোনি জুটি (টুইটার)

আইপিএলে চেন্নাইকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাফল্যের রাংতা কাগজে মুড়ে দিয়েছেন দক্ষিণী ফ্র্যাঞ্চাইজিকে। তবে অনেকেই জানেন না ২০০৮ সালের নিলামে ধোনিকে দলেই চাননি চেন্নাইয়ের বস এন শ্রীনিবাসন।

Advertisment

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর ২০০৮ সালে চেন্নাইয়ের নির্বাচকের ভূমিকা পালন করতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, এন শ্রীনিবাসন ধোনিকে একনম্বর ক্রিকেটার হিসেবে দলে ঢোকাতে রাজি ছিলেন না। বরং তাঁর পছন্দ ছিল বীরেন্দ্র শেওয়াগ।

আরও পড়ুন রায়নার স্বপ্নে সোনালি! বিয়ের পরেও ভুলতে পারেননি ক্রাশকে

অতীতের সেই ঘটনা স্মরণ করে চন্দ্রশেখর জানিয়েছেন, "২০০৮ সালে নিলামের আগে এন শ্রীনিবাসন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কাকে নিতে চাও। আমি ধোনির নাম জানিয়েছিলাম। তিনি আমাকে পালটা বলেছিলেন, বীরেন্দ্র শেওয়াগ নয় কেন?"

চন্দ্রশেখর স্পোর্টসক্রীড়া-র সাক্ষাৎকারে বলেছেন, "শ্রীনিকে আমার যুক্তি ছিল, শেওয়াগ দর্শকদের সেই আনন্দ দিতে পারবে না। ধোনি একজন ক্যাপ্টেন। উইকেটকিপার, আবার ব্যাটসম্যান। ম্যাচের যেকোনওসময় খেলার মোড় দিতে পারবে। তাই আমি ধোনিকে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলাম।"

আরও পড়ুন নিউজিল্যান্ডে ১ ওভারে ৭৭ রান! আশ্চর্য পরিসংখ্যানে এখনও তাজ্জব ক্রিকেট দুনিয়া

তাঁর যুক্তিতেই চিঁড়ে ভিজেছিল শেষ পর্যন্ত। কিংবদন্তি স্পিনার সেই ঘটনার কথা জানিয়েছেন, "প্রথমে উনি শেওয়াগকে নেওয়ার বিষয়ে নাছোড়বান্দা ছিলেন। যদিও পরের দিন সকালে উনি এসে আমাকে বলেছিলেন, যাও ধোনিকে নেওয়ার ব্যবস্থা করো।"

২০০৮ সালে ধোনিকে ১৫ কোটি টাকায় নেওয়া হয়েছিল নিলামে। নিলামের স্মৃতিও এখনও টাটকা চন্দ্রশেখরের কাছে। তিনি বলছিলেন, "নিলামে ধোনির জন্য হাতে ১.৪ মিলিয়ন নিয়ে নেমেছিলাম। জানতাম, ৫ মিলিয়নের মধ্যে ধোনিকে কিনতেই ১.৪ মিলিয়ন খরচা হবে।"

নিলামে ধোনিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। "কেউ আমাকে বলেছিলেন, ধোনির দর ১.৮ মিলিয়ন উঠবে। আমি জানিয়েছিলাম, ১.৫ মিলিয়নের বেশি উঠলে ধোনির জন্য আর ছুটব না। কারণ, তাহলে দল গড়া মুশকিল হয়ে পড়বে।"

Chennai Super Kings CSK MS DHONI IPL
Advertisment