Advertisment

Sakshi Dhoni smoking: বিদেশে গিয়ে ধোনির নাম ডুবিয়ে একাকার! অভিনেত্রী ছবি পোস্ট করতেই ধরা পড়লেন বউ সাক্ষী

MS Dhoni wife Sakshi Dhoni: অভিনেত্রী কারিশমা তান্না ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই সকলের নজর যায় ধোনির স্ত্রীর দিকে, যিনি সেই সময় ধুম্রপানে ব্যস্ত ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sakshi Dhoni, Caught Smoking, সাক্ষী ধোনি, ধূমপান করতে গিয়ে ধরা পড়লেন,

Sakshi Dhoni-Caught Smoking: সাক্ষী ধোনি ধূমপান করতে গিয়ে ধরা পড়লেন। (ছবি- টুইটার)

Yuvraj Singh father Yograj Singh on MS Dhoni: এমএস ধোনির স্ত্রী সাক্ষী ধোনি গ্রিসে ছুটি কাটানোর সময় ধূমপান করছিলেন। তাঁর সেই ছবি ভাইরাল হয়েছে। তবে, সাক্ষী ধোনি যে ধূমপান করেন, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রথমবার ভাইরাল হল না। এর আগেও তাঁর ধূমপানের একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছিল। তারপরও সাক্ষী ধোনির সাম্প্রতিক ছবিগুলোর একটি সিরিজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এমএস ধোনির স্ত্রী সাক্ষী, গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই সাক্ষীতে ধূমপান করতে দেখা গিয়েছে। যে ছবিতে সাক্ষীকে ধূমপান করতে দেখা গিয়েছে, সেগুলো অভিনেত্রী কারিশমা তান্না তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। আর, সেখানেই নেটিজেনরা ছবিগুলোর একটিতে একটি জ্বলন্ত সিগারেট মুখে সাক্ষীকে খুঁজে পেয়েছেন।

Advertisment

ছবিগুলোতে দেখা গিয়েছে যে, সাক্ষী এবং কারিশমা তান্না গ্রিসের মনোরম পরিবেশে একসঙ্গে সময় কাটাচ্ছেন। তার মধ্যে একটি ছবি নেটিজেনদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। যাতে দেখা গিয়েছে যে,  সাক্ষী ধোনির ঠোঁটে একটি জ্বলন্ত সিগারেট। এই ছবি প্রকাশের পর থেকেই অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। অভিনেত্রী কারিশমা তান্না তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোগুলি পোস্ট করেছেন। তিনি সেই ছবিতে সাক্ষীর সঙ্গে নিজের পোজ দেওয়ার একটি ছবিও পোস্ট করেছেন। যার জেরে সাক্ষী এবং কারিশমাকে নিয়ে নেটিজেনদের আলোচনা বেড়েছে বই কমেনি।

এর আগে সাক্ষী ধোনির আরও একটি ধূমপানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল, সাক্ষী ধোনি তাঁর কলেজের দিনগুলোতে ধূমপান করছেন। সেই ছবিও ধোনির অনুরাগী এবং ফলোয়ারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। এমনিতে ধোনির পরিবার বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে প্রচারের আলোয় থাকে। এমএস ধোনি নিজেই অসংখ্য ভাইরাল মুহূর্ত নেটিজেনদের উপহার দেন। যার মধ্যে একটি পার্টি চলাকালীন ধোনির হুক্কা টানার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন ফেলেছিল। ছবিগুলো অনলাইনে প্রকাশিত হওয়ার পর, সাক্ষী ধোনি বা এমএস ধোনির মধ্যে কেউই অবশ্য এই বিষয়ে মন্তব্য করেননি। 

আরও পড়ুন- ধোনির দলে ম্যাচ উইনার কম ছিল! বিশ্বকাপ জয়ের প্ৰশ্ন টেনে বিস্ফোরক হরভজন

তবে, সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা যতই বিষয়গুলো নিয়ে তোলপাড় ফেলুক, এমএস ধোনি এবং সাক্ষী উভয়েই তাঁদের ব্যক্তিগত জীবন খুব কমই প্রচারের আলোয় নিয়ে আসেন। তাঁরা সোশ্যাল মিডিয়ায় সচরাচর বার্তাও দেন না। ঝাড়খণ্ডের বাসিন্দা ৪৩ বছরের এমএস ধোনি, সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি আপাতত শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেন। ২০২৪ মরশুমে তাঁর দল চেন্নাই সুপার কিংস আইপিএলের লিগ পর্ব থেকে বেরিয়ে যাওয়ার পরে ধোনি আইপিএল থেকেও অবসর নেবেন বলে মনে করা হয়েছিল। তবে ধোনি অবসরের ব্যাপারে কিছু জানাননি। 

Greece Sakshi viral MS DHONI
Advertisment