/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/RJB.jpg)
ক্ষোভে ফুঁসছেন জাদেজা, মঞ্জরেকরকে বললেন মুখটা বন্ধ রাখুন
ভারতীয় দল একটা সুখী পরিবার। যেখানে কোনও বিরোধ নেই, আছে পারস্পরিক শ্রদ্ধা আর ভালবাসা। নিখাদ বন্ধুতার মোড়কে প্রকৃত টিম ইন্ডিয়া। বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের সদস্য়দের মুখ থেকে বারেবারেই সেকথা শোনা গিয়েছে। আইসিসি বিশ্বকাপ উপলক্ষ্যে টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে বুধবার মজার চ্যাট সেশন করল। অনেকটা র্যাপিড ফায়ারের মতো। সেখানেই স্যার সব ক্রিকেটারদের গোপন কথা নিয়ে আসলেন সামনে।
????addict – @SDhawan25
Worst ???? – @msdhoni
Loves romantic comedies – ❓Watch as ????????'s @imjadeja dishes the dirt on his teammates! #CWC19pic.twitter.com/hRy8BGtgGw
— Cricket World Cup (@cricketworldcup) May 29, 2019
দলের সবচেয়ে বড় সেলফি লাভার থেকে, সবচেয়ে হতশ্রী ডান্সারের নাম বললেন জাডডু। জানালেন কে গুগলে গিয়ে নিজের নাম সবচেয়ে বেশিবার সার্চ করেন। জাদেজা বলছেন, শিখর ধাওয়ান সবচেয়ে বেশি সেলফি তুলতে পছন্দ করেন। সবচেয়ে খারাপ নাচ করেন এমএস ধোনি। জাদেজা এও বলছেন ক্যারাওকে হলে বিরাট কোহলিই সবার আগে হাতে মাইক্রোফোন তুলে নেন।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: ধোনির ছক্কার পরেই বিরাটের গালি! ভাইরাল ভিডিওয় শুরু বিতর্ক
তাঁর সতীর্থদের মধ্যে রোম্যান্টিক কমেডি ছবি দেখতে সবচেয়ে ভালবাসেন জসপ্রীত বুমরা। এমনটাই মত জাদেজার। তিনি এও বলেছেন যে, সকালের দিকটায় ভীষণ বদমেজাজী হয়ে যান যুজবেন্দ্র চাহাল। তিনিই গুগলে নিজের নাম খোঁজেন। কোহলির ডেপুটি রোহিত শর্মা কফি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে এবং হিটম্যান টিম বাসে সবার দেরিতে আসে বলেই মত জাদেজার। তাঁর মতে কোহলিই সবসময় জিমে থাকেন।