/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/MS-Dhoni-seat.jpg)
ধোনির জন্য সংরক্ষিত বাসের সিট (বিসিসিআই টুইটার)
ধোনিকে এখনও ভুলতে পারেননি কোহলিরা। যেকোনও দিন ফিরবেন মহেন্দ্র সিং ধোনি নামের মহীরূহ। তাই টিমবাসে বরাবরের মতো ধোনির সিট ফাঁকা রাখা হয়। সিনেমার পর্দায় নয়, বাস্তবে টিম ইন্ডিয়ার অন্দরমহলের ঘটনা এটাই। ফাঁস করা হল জনপ্রিয় চাহাল টিভির মাধ্যমে।
বহুদিন ধোনি জাতীয় দলের বাইরে। বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা- একের পর এক সিরিজ শেষ হয়েছে আর ধোনির জন্য আক্ষেপ বেড়েছে ভক্তদের। ধোনি অবশ্য অবসরের কোনও বার্তা দেননি। মাঝে সেনাবাহিনীর কাজে কাশ্মীরেও কর্তব্য পালন করে এসেছেন।
এর মধ্যেই ধোনির অবসরের জল্পনা আরও বেড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যিনি দেশকে দু-বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন, তিনি বোর্ডের চার ধরনের চুক্তির ক্যাটেগরিতে জায়গা করতে পারেননি।
আরও পড়ুন জাতীয় দলে হার্দিকের ভবিষ্যৎ কী? আশঙ্কার কথা শোনালেন সৌরভ
তবে ধোনি আইপিএলে ভাল পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরতে আগ্রহী। এমনটা জানা গিয়েছে। তবে এর মধ্যেই অন্যরকম গল্প শোনালেন যুজবেন্দ্র চাহাল। নিজের চাহাল টিভির মাধ্যমে।
MUST WATCH: We get you Chahal TV from the Bus! ????
This one is en route from Auckland to Hamilton ???????? - by @RajalArora@yuzi_chahal#TeamIndiaFull Video here ➡️➡️ https://t.co/4jIRkRitRhpic.twitter.com/ZJxMtRGsQu
— BCCI (@BCCI) January 27, 2020
তৃতীয় টি২০ ম্যাচ খেলতে ভারতীয় দল টিমবাসে করে অকল্যান্ড থেকে হ্যামিল্টনের দিকে রওনা দিয়েছিল। সেই সময়েই চাহাল টিমবাসের মধ্যে ভিডিও করেন। সেই ভিডিওতে চাহাল জানান, ধোনিকে তাঁরা এখনও কতটা মিস করেন!
আরও পড়ুন হোটেলে ধোনি ‘খুশ’ করেছিলেন এই পাক মডেলকে, ছবিতে রইল অজানা গল্প
ভিডিওতে চাহালকে বলতে শোনা গিয়েছে, "এটা সেই সিট যেখানে একজন কিংবদন্তি, মাহি ভাই বসেন। এই সিটে এখনও কেউ বসে না। আমরা ওঁকে সবাই মিস করি।"
ধোনির ফেরার আশায় দিন গুনছেন চাহালরা। ধোনি কী ফিরবেন, সেটাই দেখার।
Read the full article in ENGLISH