Advertisment

Mukesh Ambani-Abhishek Sharma: অভিষেকের দুর্দান্ত ইনিংস দেখেই লাফালাফি মুকেশের, আম্বানির উচ্ছ্বাসে তাজ্জব নেটিজেনরা

Abhishek's brilliant performance drew applause from Ambani: অভিষেক শর্মার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত মুকেশ আম্বানি। ভারতীয় ওপেনার ১৩৫ রান করে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় এনেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhishek Sharma-Mukesh Ambani: অভিষেক শর্মা ও মুকেশ আম্বানি

Abhishek Sharma-Mukesh Ambani: অভিষেক শর্মা ও মুকেশ আম্বানি। (ছবি- পিটিআই/টুইটার)

Abhishek's brilliant performance drew applause from Ambani: অভিষেক শর্মাকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখে আর পাঁচ জনের মতই দাঁড়িয়ে হাততালি দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক এই শিল্পপতিকে কখনও  এমনটা করতে দেখা যায়নি। অভিষেক শর্মা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫৪ বলে ১৩৫ রান করে ইতিহাস রচনা করেছেন। রবিবার ৫ম টি২০-তে ইংল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস রচনা করেছে ভারত। ১৩টি ছক্কা এবং ৭টি চারের সাহায্যে ভারতীয় ওপেনার একের পর এক রেকর্ড ভেঙেছেন। আর, টিম ইন্ডিয়ার ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছেন।

Advertisment

২৪ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটসম্যান শুভমান গিলের অপরাজিত ১২৬ রানকে ছাপিয়ে একজন ভারতীয় হিসেবে টি২০-তে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন। অভিষেক একজন ভারতীয় হিসেবে টি২০ ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও ভেঙেছেন। এর আগে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড ছিল রোহিত শর্মার। সেটা ছিল ১০টি ছক্কা হাঁকানোর রেকর্ড। ম্যাচে একটা সময় মনে হচ্ছিল রোহিতের দ্রুততম টি২০ সেঞ্চুরির রেকর্ড (৩৫ বলে)-ও ভেঙে দেবেন অভিষেক। কিন্তু, তিনি ৩৭ বলে সেঞ্চুরি করেন। যার ফলে, একজন ভারতীয় হিসেবে টি২০ ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন ভারতীয় ওপেনার।

তাঁর ইনিংস চলাকালীন অভিষেক একের পর এক ছক্কা হাঁকান। সেই সময়ই দেখা যায়, ম্যাচ দেখতে আসা মুকেশ আম্বানি উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। আম্বানি সাধারণত আইপিএলের ম্যাচ দেখার সময়ও শান্ত এবং সংযত থাকেন। কিন্তু, মাত্র ১৭ বলে ছক্কা মেরে অভিষেক অর্ধশতক পূর্ণ করার পর মুকেশ আর নিজেকে ধরে রাখতে পারেননি। কারণ, অভিষেক যেমন পেস, তেমন স্পিন- সব ধরনের বলেই ছক্কা হাঁকিয়েছেন। জোফ্রা আর্চারকে নির্ভুলভাবে কাট এবং ড্রাইভ করেছেন। আবার, জেমি ওভারটনকেও ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার। 

অভিষেকের নির্ভীক মনোভাব ভারতকে টি২০ ফরম্যাটে পাওয়ারপ্লের সর্বোচ্চ স্কোরে পৌঁছে দেয়। ভারত ১ উইকেট ৯৫ রান তোলে। শুধু তাই নয়, অভিষেকের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবারই টি২০ ফরম্যাটে সর্বোচ্চ স্কোরও করেছে ভারত। ৯ উইকেটে তুলেছে ২৪৭ রান। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান ছিল ২ উইকেটে ২২৪। ২০২১ সালে ওই রান করেছিল টিম ইন্ডিয়া।

Advertisment

ভারতের এই বিপুল রান তাড়া করে তাড়াতাড়িই ভেঙে পড়ে ইংল্যান্ড। ফিল সল্ট ২৩ বলে ৫৫ রান করেন। কিন্তু, বাকি ব্যাটিং ইউনিট তাসের ঘরের মত ভেঙে পড়ে। বেন ডাকেট, জস বাটলার, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন মিলে মাত্র ১৮ রান করেন। ফলে, ইংল্যান্ড মাত্র ১০.৩ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায়। শুধু ব্যাটেই নয়, বোলিংয়েও রবিবার সাফল্য পেয়েছেন অভিষেক। মাত্র তিন রানের ব্যবধানে এক ওভারে তিনি ২ উইকেট নেন। ব্রাইডন কার্স ও ওভারটনকে আউট করেন।  

আরও পড়ুন- বিপিএলে বেতন সংকট! খেলোয়াড়দের কিট আটকে রাখলেন বাসচালক, হোটেলে আটকে বিদেশি খেলোয়াড়রা

এছাড়া মহম্মদ শামি ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন। শিবম দুবে ১১ রানে ২ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। রবি বিষ্ণোই ৯ রানে ১ উইকেট নিয়েছেন। ১৫০ রানের ব্যবধানে জয় টি২০-তে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যবধানে জয়। এর আগে, ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রানে জিতেছিল টিম ইন্ডিয়া।

Mukesh Ambani Indian Cricket Team Team-India Team India Abhishek Sharma
Advertisment