/indian-express-bangla/media/media_files/2025/02/02/cKmq7aTDzLnaCe4WrVrb.jpg)
Sundar Pichai-Mukesh Ambani: সুন্দর পিচাই ও মুকেশ আম্বানি। (ছবি- টুইটার)
Mukesh Ambani beats Sundar Pichai, Satya Nadella: ক্রিকেট দুনিয়ায় পদক্ষেপ জোরদার করল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, ওভাল ইনভিনসিবলসের ৪৯% শেয়ার কিনল রিল। তার ফলে বিশ্বব্যাপী ক্রিকেটে রিলের অংশীদারিত্ব বাড়ল। ১২৩ মিলিয়ন ডলারের দলটির শেয়ার কিনতে রিলায়েন্সকে দিতে হল ৬০.২৭ মিলিয়ন ডলার। ভার্চুয়াল প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে রিলায়েন্স এই শেয়ার পেল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই নিলামে অংশ নিয়েছিল সুন্দর পিচাই এবং সত্য নাদেলাদের হাই-প্রোফাইল সিলিকন ভ্যালি কনসোর্টিয়াম। সেই সঙ্গে বেসরকারি প্রাইভেট ইক্যুইটি পাওয়ারহাউস সিভিসি (CVC) ক্যাপিটাল পার্টনার্সও অংশ নিয়েছিল নিলামে। কিন্তু, রিলায়েন্সের দল তাদেরকে ছাপিয়ে যায়। ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), উইমেনস প্রিমিয়ার লিগ (WPL)-এ মুম্বই ইন্ডিয়ান্স দল, মেজর লিগ ক্রিকেট (MLC) -এ এমআই (MI) নিউ ইয়র্ক, এসএ২০ (SA20)-এ এমআই (MI) কেপ টাউন এবং আইএলটি২০ (ILT20)-এ এমআই (MI) এমিরেটস দলের মালিকানা রয়েছে রিলায়েন্সের।
হান্ড্রেড টুর্নামেন্টের টিমের শেয়ার কিনতে বিশ্বজুড়েই ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড হান্ড্রেডের ৮টি ফ্র্যাঞ্চাইজির ৪৯% করে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্বব্যাপী এই নিলাম নিয়ে আগ্রহ চরমে ওঠে। ৩০ জানুয়ারি ছিল নিলামের প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। ওভাল ইনভিন্সিবলস এবং বার্মিংহাম ফিনিক্সকে প্রথমে নিলামে তোলা হয়েছিল। আর, তাতেই জিতেছে রিলায়েন্স।
নিলামে প্রতিটি দলের জন্য একাধিক দরপত্র নেওয়া হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি বিক্রির প্রক্রিয়া আগামী সপ্তাহের শেষের দিকে শেষ হবে বলে মনে করা হচ্ছে। ২০২১ থেকেই শোনা যাচ্ছিল যে 'দ্য হান্ড্রেড'-এর ফ্র্যাঞ্চাইজিগুলোর শেয়ার বিক্রি হবে। ইসিবির দাবি, এই সব শেয়ার বিক্রির ফলে 'দ্য হান্ড্রেড'-এর রাজস্ব ২০২৪ সালে ৪৭ মিলিয়ন থেকে বেড়ে ২০৩২ সালের মধ্যে ১৫৬ মিলিয়নে পৌঁছবে। বাকি অর্থ আসবে মিডিয়া সত্ত্ব এবং স্পনসরশিপ থেকে।
আরও পড়ুন- এটা IPL নয়, আন্তর্জাতিক ম্যাচ! টিম ইন্ডিয়াকে পরোক্ষে 'প্রতারক' বলে বিস্ফোরণ অশ্বিনের
'দ্য হান্ড্রেড'-এর যে দলগুলোর শেয়ারের চাহিদা বেশি, তার মধ্যে রয়েছে লন্ডন স্পিরিট, ওভাল ইনভিনসিবলস এবং ম্যানচেস্টার অরিজিনালস। সান টিভি নেটওয়ার্ক এবং জিএমআর গ্রুপও এই নিলামে যোগ দিয়েছে। সান, নর্দার্ন সুপারচার্জার্সকে এবং জিএমআর সাউদার্ন ব্রেভকে নিশানা করেছে। জিএমআর গ্রুপ সম্প্রতি হ্যাম্পশায়ার স্পোর্ট অ্যান্ড লেজার হোল্ডিংস লিমিটেড অধিগ্রহণ করেছে। তাতে তাদের ক্রিকেট দুনিয়ায় অংশগ্রহণ ইতিমধ্যেই জোরদার হয়েছে। এই হ্যাম্পশায়ার স্পোর্ট অ্যান্ড লেজার হোল্ডিংস লিমিটেড বর্তমানে হ্যাম্পশায়ার ক্রিকেট এবং ইউটিলিটা বোল স্টেডিয়ামের মালিক। ফলে, বলাই যায় যে ইংল্যান্ডের ক্রিকেটে ভারতীয় শিল্পসংস্থাগুলোর অংশগ্রহণ ক্রমশই দৃঢ় হচ্ছে।