Concussion controversy: এটা IPL নয়, আন্তর্জাতিক ম্যাচ! টিম ইন্ডিয়াকে পরোক্ষে 'প্রতারক' বলে বিস্ফোরণ অশ্বিনের

Concussion substitution controversy: পুনেতে ৪র্থ টি২০-র সময় ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের জায়গায় মিডিয়াম-পেস বোলার হর্ষিত রানা মাঠে নেমেছিলেন। তাতে লাইক-ফর-লাইক বদলির নিয়ম ভেঙেছে বলে অভিযোগ।

Concussion substitution controversy: পুনেতে ৪র্থ টি২০-র সময় ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের জায়গায় মিডিয়াম-পেস বোলার হর্ষিত রানা মাঠে নেমেছিলেন। তাতে লাইক-ফর-লাইক বদলির নিয়ম ভেঙেছে বলে অভিযোগ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pune T20I: পুনে টি২০

Pune T20I: পুনেতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হর্ষিত রানা ও শিবম দুবে। (ছবি- বিসিসিআই)

Concussion substitution controversy: পুনেতে ভারত-ইংল্যান্ড ৪র্থ টি২০ ম্যাচে বদলি বিতর্কে ঢুকে পড়লেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ওই ম্যাচে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের জায়গায় মিডিয়াম-পেস বোলার হর্ষিত রানা মাঠে নেমেছিলেন। তাতে 'লাইক-ফর-লাইক' বদলির নিয়ম ভেঙেছে বলে অভিযোগ। ম্যাচে রানা নামায় ম্যাচের রং বদলে যায়। রানা ম্যাচে ফারাক গড়ে দিয়েছিলেন। আর, তাতেই চটেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার-সহ ইংল্যান্ড দলের সদস্যরা তো আছেনই। বিশেষজ্ঞদের একাংশও ভারতের বিরুদ্ধে বদলির নিয়ম ভাঙার অভিযোগ করেছেন। সেই অভিযোগকারীদের তালিকায় রয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও।  

Advertisment

ভারতের শেষ ওভারে, ওভারটনের বল দুবের হেলমেটে লাগে। কনকাশন বা বদলির নিয়মে এরপরই দুবের বদলে রানা মাঠে নামেন। আর, এটাই বিতর্কিত সিদ্ধান্ত বলে অভিযোগ উঠেছে। কারণ, শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডার। আর, হর্ষিত রানা মিডিয়াম-পেস বোলার। 'লাইক-ফর-লাইক' বদলির নিয়মে এই বদল হওয়াটা উচিত ছিল না। দুবের বদলে কোনও ব্যাটিং অলরাউন্ডারকেই মাঠে নামানো উচিত ছিল। কিন্তু, নামানো হয়েছিল একজন মিডিয়াম পেসারকে। আপত্তিতে এই প্রসঙ্গই তুলছেন ইংল্যান্ডের অধিনায়ক থেকে বিশেষজ্ঞদের একাংশ। 

জুলাইয়ের পর ফের ভারতের হয়ে টি২০ খেলতে নামা দুবে ওই ম্যাচে ৩৪ বলে ৫৩ রান করেছেন। আর, পান্ডিয়া করেছেন ৩০ বলে ৫৩ রান। খেলার রং বদলে যায়, রানাকে দুবের বদলি হিসেবে মাঠে নামানোর পর। রানা লিয়াম লিভিংস্টোন ও বেথেলকে আউট করেন। ওভারটনের আউট ইংল্যান্ডের জেতার আশায় জল ঢেলে দেয়। 

হর্ষিত রানার এটাই ছিল টি২০ আন্তর্জাতিকে অভিষেক। এই ম্যাচে তিনি ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন। শুক্রবার ওই ম্যাচে হর্ষিতের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে একম্যাচ বাকি থাকতেই ভারত ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে টি২০ সিরিজ জিতে নিয়েছে। ওই ম্যাচে জয়ের জেরে রবিবার মুম্বইয়ে ৫ম তথা সিরিজের শেষ ম্যাচের আগেই ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

Advertisment

এই প্রসঙ্গে অশ্বিন তাঁর হিন্দি ইউটিউব চ্যানেলে বলেছেন, 'এই খেলাটি কি আইপিএল ছিল? মনে হচ্ছিল যেন আইপিএল। সুপারসাবের ব্যবহার হয়েছে। ম্যাচের রং ঘুরিয়ে দিয়ে সক্ষম একজন প্রভাবশালী খেলোয়াড়কে মাঠে বদলি হিসেবে নামানো হয়েছে। শিবম দুবের বদলে হর্ষিত রানা কীভাবে কনকাশন বিকল্প হিসেবে মাঠে নামতে পারেন? ব্যাপারটা নিয়ে বিতর্ক চলছে। আমরা কি ভুলে গেছি যে এটি একটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়? একে কি কাব্যিক ন্যায়বিচার বলা যায়? অথবা, কাব্যিক অবিচার? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এর আগে একবার চাহালকে রবীন্দ্র জাদেজার জায়গায় নামানো হয়েছিল। এখানে, হর্ষিত রানাকে শিবম দুবের জায়গায় নামানো হল।'

অশ্বিন জানিয়েছেন যে রমনদীপ সিংকে দুবের জায়গায় মাঠে নামানো উচিত ছিল। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'ভারত-ইংল্যান্ড, কোনও দলেরই কোনও ভূমিকা নেই। যদি কেউ স্কোয়াডে না থাকে, তাহলে বলা যেতে পারে যে হর্ষিত রানা কিছুটা ব্যাট করতে পারে, তাই নামানো হল। কারণ, শিবম দুবেও কিছুটা বোলিং করতে পারে। কিন্তু, এক্ষেত্রে তো বিকল্প হিসেবে রমনদীপ সিং স্কোয়াডে ছিল। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না!'

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও ক্রিকেটে বিশ্বজয়ী ভারত! বিদেশে উড়ল গর্বের তেরঙা

অশ্বিন বলেন, 'আম্পায়াররাই হোক বা ম্যাচ রেফারি, এটা ক্রিকেটের দিক থেকে এক্কেবারে ভুল সিদ্ধান্ত। রমনদীপ সিং ছিল। ওই ভালো ব্যাট করতে পারে। ওঁকেই শিবম দুবের জায়গায় নামানো উচিত ছিল। কিন্তু, বদলে হর্ষিত রানাকে বিকল্প হিসেবে নামানো হল। আমার মনে হয় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়টি খতিয়ে দেখা উচিত। আজ এটা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটেছে। কাল ভারতের বিরুদ্ধেও হতে পারে।'

cricket Team India Team-India Cricket News Ravichandran Ashwin T20 England Cricket Team Indian Cricket Team Shivam Dube Harshit Rana