উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে মুম্বইয়ের জার্সিতে ত্রিশতরান করে লাইমলাইটে সরফরাজ খান। একাই হাকালেন তিনশো। ওয়াংখেড়েতে উত্তরপ্রদেশ বনাম মুম্বই ম্যাচে রানের বন্যা চলল। দুই দলই এক ইনিংসে ছশো-র বেশি রান স্কোরবোর্ডে তুলল। উত্তরপ্রদেশের হয়ে উপেন্দ্র যাদব এর আগে দ্বিশতরান করে স্কোরবোর্ডে ৬২৫ রান তুলতে সাহায্য করেছিল।
পালটা লড়াই দিতে নেমেই শিরোনামে সরফরাজ খান। নিজে একাই তিনশো করে দলকে ৬৮৮ রানে পৌঁছে দিলেন। প্রথমবার ত্রিশতরান করে ২২ বছরের সরফরাজ সুনীল গাভাসকার, রোহিত শর্মা, ওয়াসিম জাফরদের মতো বড় বড় নামের সঙ্গে একই ব্র্যাকেটে চলে এলেন।
মুম্বইয়ের তরুণ তুর্কি নিজের ৩৯১ বলে ৩০১ রানের ইনিংসে ৩০টা বাউন্ডারি সহ আটটা বিশাল ছক্কা হাকিয়েছেন। ছক্কা মেরেই ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
তরুণ এই তারকা আপাতত মুম্বইয়ের জার্সিতে ত্রিশতরান করে সঞ্জয় মঞ্জরেকর (১৯৯১ সালে ৩৭৭), বিজয় মার্চেন্ট (১৯৪৩ সালে ৩৫৯), সুনীল গাভাসকার (১৯৮২ সালে ৩৮২), অজিত ওয়াদেকর (১৯৬৭ সালে ৩২৩), ওয়াসিম জাফর (১৯৯৬ সালে ৩১৪ এবং ২০০৯ সালে ৩০১), রোহিত শর্মা (২০০৯ সালে ৩০১) দের মতো মহারথীদের পাশে। এর আগে মুম্বইয়ের জার্সিতে সাত ব্যাটসম্যান ত্রিশতরান করার নজির গড়েছিলেন। সেই তালিকায় বসে পড়লেন সরফরাজও।
আইপিএলের আগে সরফরাজের এমন ফর্ম দেখে উল্লসিত কিংস ইলেভেন পাঞ্জাবও। কেএল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেনে খেলবেন তিনি। জানুয়ারির ২৭ তারিখেই হিমাচলের বিরুদ্ধে আবার মুখোমুখি মুম্বই। দুরন্ত ফর্ম সরফরাজ ধরে রাখতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।
Read the full article in ENGLISH