Advertisment

নিউজিল্যান্ডে ভারত-বধের স্বপ্ন মুম্বই ক্রিকেটারের, জানালেন শুদ্ধ হিন্দিতে

৩১ বছরের তারকা স্পিনার বুধবার প্রমোশনাল এক ইভেন্টে বিশুদ্ধ হিন্দিতে বলছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ আমার কেরিয়ারে অনেক বড় বিষয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

প্রথম টেস্টে খেলতে নামার আগে অনুশীলনে টিম ইন্ডিয়া (বিসিসিআই)

ভারতীয় কানেকশন ঘুচিয়ে ফেলেছেন অনেকদিন। এবার বাইশ গজের মাঠে নিজের যোগ্যতা প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিচ্ছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আজাজ প্যাটেল। যিনি শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজকে ঘিরে একজন সমর্থকের মতোই উত্তেজিত।

Advertisment

মুম্বইতে জন্ম। তবে জন্মের কয়েক বছরের মধ্যেই আজাজ প্যাটেলকে পাড়ি দিতে হয়েছিল নিউজিল্যান্ডে। ১৯৯৬ সাল থেকে নিউজিল্য়ান্ডের বাসিন্দা তিনি। ক্রিকেট শিক্ষা কিউয়িদের দেশেই। জাতীয় দলে অভিষেক ঘটিয়ে তিনি ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে ৭টা টেস্টও খেলে ফেলেছেন। আপাতত ভারত সিরিজ ঘিরে উত্তেজিত তিনি।

Ajaz Patel আজাজ প্যাটেল (এক্সপ্রেস ফোটো)

আরও পড়ুন নিউজিল্যান্ডে ১ ওভারে ৭৭ রান! আশ্চর্য পরিসংখ্যানে এখনও তাজ্জব ক্রিকেট দুনিয়া

৩১ বছরের তারকা স্পিনার বুধবার প্রমোশনাল এক ইভেন্টে বিশুদ্ধ হিন্দিতে বলছিলেন, "ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ আমার কেরিয়ারে অনেক বড় বিষয়। আগে কখনই ভাবতে পারিনি ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাব। কারণ সূচিতে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ অনেক কম থাকে।"

ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন আগে। ৬৫টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়ে আজাজ তুলে নিয়েছেন ২৩৫টি উইকেট। তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানাচ্ছিলেন, "যখন নিউজিল্যান্ডে এসেছিলাম, আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিলেন ড্যানিয়েল ভেত্তোরি। উনি আমার হিরো।"

আরও পড়ুন শাশুড়ির সঙ্গে কার্তিকের ‘কানেকশন’ প্রকাশ্যে! কুর্নিশ করছে ক্রিকেট মহল

বর্তমানে তিনি আবার রবীন্দ্র জাদেজার বড় ভক্ত। প্যাটেল জানিয়েছেন, "বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মধ্য়ে আমার ফেভারিট রবীন্দ্র জাদেজা। ওঁকে দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি আমি।" পাশাপাশি আজাজের পছন্দের শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকেও তিনি ফলো করেন। তিনি জানিয়েছেন, দু-জনের কাছ থেকেই তিনি নিয়মিত শেখার চেষ্টা চালিয়ে যান।

মুম্বই ছেড়ে এসেছেন বহুদিন। পরিবার থাকে অকল্যান্ডে। বেশ কিছু আত্মীয়স্বজন নেপিয়ারেও রয়েছেন। তবে আজাজ প্যাটেল যখন ভারতের বিরুদ্ধে বল করবেন, তখন তাঁর বলে লেগে থাকবে মুম্বইয়ের ভারুচেরও গন্ধ।

Read the full article in ENGLISH

BCCI Test cricket New Zealand
Advertisment