Mumbai Indians Appoint Carl Hopkinson as New Fielding Coach for IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স কার্ল হপকিনসনকে আইপিএল ২০২৫-এ দলের ফিল্ডিং কোচ নিযুক্ত করছে। তিনি কোচ হিসেবে জেমস পামমেন্টের স্থলাভিষিক্ত হতে চলেছেন। আসন্ন আইপিএল মরশুমের কথা মাথায় রেখেই মুম্বই তাদের ব্যাকরুম স্টাফেদের অদলবদল ঘটাতে চলেছেন। যাতে আসন্ন আইপিএলে দল ভালো পারফরম্যান্স করতে পারে সেটাই মুম্বই কর্তাদের প্রধান লক্ষ্য।
হপকিনসনের কোচিং দলে প্রধান কোচ থাকছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার তারকা মুম্বইকে তাঁর প্রথম মেয়াদে তিনবার আইপিএল জয়ে সাহায্য করেছেন। ফের তাঁকে ফিরিয়ে এনেছে মুম্বই। ২০২৪ মরশুমে মুম্বইয়ের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হয়েছে। তারপরই মুম্বই তাদের কোচিং স্টাফে বদল আনার সিদ্ধান্ত নেয়। হপকিনসন ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এবং সফল কোচ। গত একদশকে ওডিআই এবং টি২০-তে তিনি ইংল্যান্ডকে কোচিং করিয়েছেন। হপকিনসন ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে ৭ বছর কাটিয়েছেন। ২০২২ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি ইংল্যান্ডকে ২০১৯ একদিনের বিশ্বকাপ জয়ে সাহায্য করেছেন।
২০২৪ আইপিএলে মুম্বই ১০ম স্থানে দৌড় শেষ করেছে। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল মুম্বই। সেই সন্ধানের অংশ হিসেবেই তারা দক্ষিণ আফ্রিকান কোচ কোচ জেমস পামমেন্টের বদলে হপকিনসনকে নিয়োগ করতে চলেছেন। পামমেন্ট ২০১৮ থেকে মুম্বইকে কোচিং করাচ্ছিলেন। তাঁর কোচিংয়ে মুম্বই ২০১৯ এবং ২০২০ সালে পরপর আইপিএল ঘরে তুলেছিল। কিন্তু, ২০২২ থেকে মুম্বই আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। তার দায়ও পড়েছে পামমেন্টের কাঁধে।
পামমেন্টের সাথে, মার্ক বাউচারকেও এবার বিদায় দিল মুম্বই। বাউচার দুই বছর মুম্বইয়ের প্রধান কোচ ছিলেন। আইপিএলে তাঁর কোচিংয়ে মুম্বই কিছুই করে উঠতে পারেনি। এরপরই অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনেকে ফেরাল মুম্বই। জয়াবর্ধনেকে হেড কোচ রাখার পাশাপাশি কেইরন পোলার্ডকে ব্যাটিং কোচ রাখছে মুম্বই। লাসিথ মালিঙ্গা থাকছেন বোলিং কোচ। এর মধ্যে মালিঙ্গাও আবার শ্রীলঙ্কার খেলোয়াড়।
আরও পড়ুন- তারকাকে ছাঁটাই করেই ব্রিসবেন টেস্টে নামছে ভারত, শনিবার ম্যাচ শুরুর আগেই বিরাট আপডেট
মুম্বই ২০২৫ আইপিএলে তাদের মূল দল বদলাচ্ছে না। হার্দিক পান্ডিয়া এবারও মুম্বইয়ের অধিনায়ক থাকছেন। এছাড়াও ভারতীয় দলের সেরা তারকা- জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা ও তিলক ভার্মাও রয়েছেন মুম্বইয়ে। মুম্বই নিলামে উইল জ্যাকস ও ট্রেন্ট বোল্টকে নিয়েছে। পাশাপাশি, আফগান স্পিনার আল্লাহ গজানফারকেও তারা কিনেছে।