/indian-express-bangla/media/media_files/2025/05/06/Q8fTdv5uaOsTYGLNx6wl.jpg)
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার শিবালিক শর্মা
Shivalik Sharma news update: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের তারকা ক্রিকেটার শিবালিক শর্মাকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। যোধপুরের কুড়ি ভগতাসনি হাউজিং বোর্ড থানার পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়েছে। সম্প্রতি, শিবালিকের বিরুদ্ধে এক যুবতী অভিযোগ করেছিলেন যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় ক্রিকেটার তাঁর সঙ্গে সহবাস করেছিলেন। পরে জানিয়ে দেন যে বিয়ে করতে পারবেন না।
ওই যুবতী কুড়ি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ক্রিকেটারের বিরুদ্ধে FIR করেন। অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়, বাগদান পর্বের পর শিবালিক শর্মা নাকি জোরপূর্বক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে জানিয়ে দেন যে বিয়ে করতে পারবেন না। ইতিমধ্যে ওই যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। নেওয়া হয়েছে জবানবন্দিও।
কী অভিযোগ করেছেন ওই যুবতী?
যোধপুর কমিশনারেটের ACP আনন্দ সিং জানিয়েছেন, ওই যুবতী কুড়ি ভগতাসনির সেক্টর-২ এলাকায় ওই যুবতী থাকেন। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, ২০২৩ সালে তিনি যখন গুজরাটে বেড়াতে গিয়েছিলেন, সেইসময় বরোদায় শিবালিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁরা একে অপরের সঙ্গে মোবাইল নম্বরও এক্সচেঞ্জ করেন। ক্রমশ মোবাইল ফোনে দুজনের কথাবার্তা শুরু হয়। ধীরে-ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের চৌকাঠে পা রাখে। অবশেষে দুজনেই পরিবারের কাছে গোটা বিষয়টা খোলসা করেন। ২০২৩ সালের অগাস্ট মাসে দুই পরিবার একে অপরের সঙ্গে দেখাও করে।
প্রাথমিক কথাবার্তার পর দুই পরিবারই বিয়ের জন্য রাজি হয়ে যায়। এমনকী, চটজলদি হয়ে যায় বাগদান পর্বও। এনগেজমেন্টের পর ওই যুবতী শিবালিকের সঙ্গে দেখা করতে যোধপুর গিয়েছিলেন। সেখানেই তাঁদের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের অগাস্ট মাসে শিবালিকের মা-বাবা জোর করে এই এনগেজমেন্ট ভেঙে দেন। বলেন যে শিবালিক এখন জাতীয় দলের ক্রিকেটার হয়ে গিয়েছে। এখন ওর জন্য বড়-বড় ঘর থেকে সম্পর্ক আসছে। সেকারণে শিবালিকের পক্ষে এখন আর এই বিয়ে করা সম্ভব নয়। শিবালিক নিজেও জানিয়ে দেন যে তিনি এই বিয়েটা করতে পারবেন না। অবশেষে শিবালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Shivalik Sharma: IPL-এর মাঝেই ভয়ানক কুকীর্তি তারকার! বান্ধবীকে ধর্ষণ করে গ্রেফতারের মুখে
জেনে নিন শিবালিক শর্মার পরিচয়
২০২৪ সালের আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দিয়েছিলেন শিবালিক শর্মা। গুজরাটের বরোদার বাসিন্দা। ২০১৬ সালে শিবালিকের ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। ২০১৮-১৯ মরশুমে রনজি ট্রফিও খেলেন তিনি। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল।