Advertisment

মার্চে আইপিএল শুরু মুম্বই ইন্ডিয়ান্সের, দাবি রিপোর্টে

মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা অন্তত প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না আন্তর্জাতিক সূচির কারণে। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের টি২০ সিরিজ শেষ হচ্ছে ২৯ মার্চেই।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL trophy

আইপিএল ট্রফি (আইপিএল ওয়েবসাইট)

ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল অভিযান শুরু করছে টুর্নামেন্টের প্রথম দিনেই। সরকারিভাবে আইপিএলের সূচি এখনও প্রকাশিত না হলেও সংবাদসংস্থা আইএএনএস-এর সূত্রের খবর এমনটাই। দিল্লি ক্যাপিটালসের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়ে দিয়েছেন, "জানতে পেরেছি ২০২০ সালের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ ওয়াংখেড়েতে।"

Advertisment

ঘটনা হল, মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা অন্তত প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না আন্তর্জাতিক সূচির কারণে। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের টি২০ সিরিজ শেষ হচ্ছে ২৯ মার্চেই। ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা টি২০ সিরিজের শেষ ম্যাচ ৩১ মার্চ।

আরও পড়ুন ক্রিজের বাইরে থাকলেই ফের মানকাডিং করবেন অশ্বিন

এর আগেই আইএএনএস-কেই বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন, তাড়াতাড়ি শুরু করার বদলে পুরনো ফর্ম্যাটের হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। শুরু হতে পারে সম্ভবত ১ এপ্রিল। সেই আধিকারিক সেই সময় জানিয়েছিলেন, "অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের সমাপ্তি ২৯ মার্চ। আবার সূচি অনুযায়ী, ইংল্যান্ড-শ্রীলঙ্কা টি২০ সিরিজ শেষ ৩১ মার্চ। দলের বিদেশি ক্রিকেটারদের বাইরে রেখে টুর্নামেন্ট শুরু করার মোটেই ভাল নয়। তবে ১ এপ্রিল থেকে টুর্নামেন্ট চালু করলে কোনও সমস্যা থাকছে না।"

আরও পড়ুন আইপিএলে পারফরম্যান্সই ধোনির ভবিষ্যতের চাবিকাঠি, বলছেন কুম্বলে

এর পরে তিনি আরও বলেছেন, "আইপিএল গর্ভনিং কাউন্সিল হয়তো এই বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।" আইপিএলের আয়োজক সংস্থা যদিও টুর্নামেন্ট দ্রুত শেষ করার পক্ষপাতী।তাই একই দিনে দুটি করে ম্যাচ বেশিবার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। সেই হিসেবেই ১ এপ্রিল নয়, মার্চের শেষের দিকেই আইপিএল শুরু হয়ে যেতে পারে।

Read the full article in ENGLISH

IPL Mumbai Indians
Advertisment