Ayush Mhatre becomes youngest to score 150 in List A cricket: এ তালিকাভুক্ত ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রান করার বিশ্বরেকর্ড ছিল যশস্বী জয়সওয়ালের। এবার তা ভেঙে দিলেন আয়ুশ মাত্রে। ১৭ বছর ১৬৮ দিনে তিনি ওই বিরল কৃতিত্ব অর্জন করলেন। জয়সওয়াল ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে গিয়ে ১৭ বছর ২৯১ দিন বয়সে ১৫০ রান করেছিলেন। আর, মুম্বইয়ের হয়ে মাত্রের অভিষেক হয়েছে এই মরশুমে। তিনি মাত্র ১১৭ বলে ১৮১ রান করেছেন। হাঁকিয়েছেন ১১টি ছক্কা এবং ১৫টি চার। যার সুবাদে মুম্বই ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৩ রান তুলেছে।
মুম্বাইয়ের ভিরার শহরতলি এলাকার বাসিন্দা মাত্রে, চলতি মরশুমে দলে ঢোকার পর থেকেই মুম্বইয়ের হয়ে বিভিন্ন ফরম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট খেলছেন। তিনি ইরানি কাপজয়ী মুম্বই দলেও ছিলেন। এই মু্ম্বই দল গত অক্টোবরে অবশিষ্ট ভারতকে হারিয়ে ২৭ বছর পর ইরানি কাপ জিতেছে। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে মাত্রে ৭১ বলে ৫২ রান করেছিলেন। যদিও বরোদার কাছে মুম্বই ওই ম্যাচে হেরে গিয়েছিল। এরপর মাত্রে মহারাষ্ট্রের বিরুদ্ধে ২২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ২৩২ বলে ১৭৬ রান করেন। ওই ম্যাচ মুম্বই ৯ উইকেটে জয়ী হয়।
এরপর সার্ভিসেসের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় প্রথম শ্রেণির সেঞ্চুরি করেন। ১৪৯ বলে ১২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে তোলেন ১১৬ রান। পাশাপাশি, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করেন। ডানহাতি ব্যাটার সেখানে জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অর্ধশতক (৫৪ এবং ৬৭ রানে অপরাজিত) পূর্ণ করেন। ওই টুর্নামেন্টের ফাইনালে ভারত বাংলাদেশের কাছে হেরে যায়।
আরও পড়ুন- আমার দেখা সেরা বোলার বুমরা, আক্রম-ম্যাকগ্রাথেকে সরিয়ে লেম্যানের সেরার সিংহাসন ভারতীয়কে
মাত্রে, কর্ণাটকের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচেও ৭৮ রান করেছেন। মঙ্গলবার তিনি নাগাল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির এ তালিকাভুক্ত ম্যাচে ১৫০-র বেশি রান করেছেন। আর, তাতেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৫০ রান করার নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়েছে।